কলকাতা: কলকাতা পুরভোটের আগে বিপুল পরিমাণে নগদ টাকার হদিশ মিলল। এক কোটি টাকা-সহ শহর থেকে গ্রেফতার এক যুবক। পার্ক স্ট্রিট থেকে তাঁকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফ। মঙ্গলবারই ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
সোমবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা একটি অভিযান চালান। সেই অভিযানে পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে এক যুবককে আটক করা হয়। তাঁর গতিবিধি সন্দেহভাজন ছিল বলেই পুলিশ সূত্রে খবর।
এরপরই তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে এক কোটি টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ তিনি কোথা থেকে নিয়ে এসেছিলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন, এত টাকা নগদ সঙ্গে রাখার কারণই বা কী তা খতিয়ে দেখছে এসটিএফ।
জানা গিয়েছে, এই টাকা সংক্রান্ত কোনও বৈধ নথি ধৃত ওই যুবক দেখাতে পারেননি। এরপরই ওই যুবককে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ওই ব্যক্তিকে। পুলিশের তরফ থেকে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।
১৯ ডিসেম্বর কলকাতার পুরভোটে। তার মাত্র কয়েকদিন আগে এভাবে হিসাব বহির্ভূত কোটি টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে বিষয়টি ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছে, কোনওভাবে এই বিপুল টাকা নির্বাচনের কাজে ব্যবহার করার কোনও পরিকল্পনা ছিল কি না।
আরও পড়ুন: BSF Empowered: বিএসএফ-মামলায় কেন্দ্রের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
আরও পড়ুন: weather Update: রাজ্যে পারদ পতন অব্যাহত, বৃষ্টির কি কোনও পূর্বাভাস রয়েছে? কী বলছে আবহাওয়া দফতর?
কলকাতা: কলকাতা পুরভোটের আগে বিপুল পরিমাণে নগদ টাকার হদিশ মিলল। এক কোটি টাকা-সহ শহর থেকে গ্রেফতার এক যুবক। পার্ক স্ট্রিট থেকে তাঁকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফ। মঙ্গলবারই ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
সোমবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা একটি অভিযান চালান। সেই অভিযানে পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে এক যুবককে আটক করা হয়। তাঁর গতিবিধি সন্দেহভাজন ছিল বলেই পুলিশ সূত্রে খবর।
এরপরই তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে এক কোটি টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ তিনি কোথা থেকে নিয়ে এসেছিলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন, এত টাকা নগদ সঙ্গে রাখার কারণই বা কী তা খতিয়ে দেখছে এসটিএফ।
জানা গিয়েছে, এই টাকা সংক্রান্ত কোনও বৈধ নথি ধৃত ওই যুবক দেখাতে পারেননি। এরপরই ওই যুবককে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ওই ব্যক্তিকে। পুলিশের তরফ থেকে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।
১৯ ডিসেম্বর কলকাতার পুরভোটে। তার মাত্র কয়েকদিন আগে এভাবে হিসাব বহির্ভূত কোটি টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে বিষয়টি ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছে, কোনওভাবে এই বিপুল টাকা নির্বাচনের কাজে ব্যবহার করার কোনও পরিকল্পনা ছিল কি না।
আরও পড়ুন: BSF Empowered: বিএসএফ-মামলায় কেন্দ্রের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
আরও পড়ুন: weather Update: রাজ্যে পারদ পতন অব্যাহত, বৃষ্টির কি কোনও পূর্বাভাস রয়েছে? কী বলছে আবহাওয়া দফতর?