কলকাতা: ফের জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। আজ, সোমবার ভার্চুয়ালি তাঁকে জিজ্ঞাবাদ করবে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিজেপির প্রচার মঞ্চে মিঠুনের বক্তব্যের কিছু অংশকে ঘিরেই অভিযোগ ওঠে। মানিকতলায় থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই আজ ফের একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই মঞ্চে ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’, ‘এক ছোবলেই ছবি’, ‘জাত গোখরো’র মতো কিছু সংলাপ বলতে শোনা গিয়েছিল তাঁকে। সেই সংলাপের উল্লেখ করেই মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ৫০৪ ও ৫০৫ ধারায় এফআইআর রুজু হয়েছে অভিনেতার বিরুদ্ধে। হিংসা ছড়ানো, শান্তি নষ্ট করার চেষ্টার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই এফআইআর খারিজের আবেদন করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে হাইকোর্টে বিচারাধীন সেই মামলা। এরই মধ্যে ফের মিঠুনকে তলব করেছে পুলিশ।
এর আগেও মিঠুনকে আরও একবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গত ১৬ জুন পুলিশ মিঠুন চক্রবর্তীকে মূলত দু’টি প্রশ্ন করা হয়। বিজেপিতে যোগ দিয়ে নাকি শুধু টাকার বিনিময়েই বাংলায় নির্বাচনী প্রচার করেছেন? এই প্রশ্নের জবাবে মিঠুন জানান, তিনি দলের আদর্শে বিশ্বাসী। তাই তিনি নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচার করেছেন। এছাড়া, ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’, এই সংলাপ বিজেপির তরফ থেকে বলার নির্দেশ দেওয়া হয় কি না জানতে চাওয়া হলে, তিনি জানান, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন এই ডায়লগে শ্রোতারা সাড়া দেন। তাই নির্বাচনী প্রচারে তিনি এটি ব্যবহার করেছেন।
আরও পড়ুন: হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে চিঠি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড মঞ্চে পদ্মের পতাকা হাতে তুলে নেন মিঠুন চক্রবর্তী। ওই দিনই মঞ্চে তাঁর ছবির জনপ্রিয় সংলাপগুলো বলতে শোনা যায় তাঁকে। বিজেপিতে যোগদানের পর একগুচ্ছ রোড শো ও জনসভায় প্রচারের ঝড় তোলেন মিঠুন।