হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে চিঠি
হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের (Rajesh Bindal) অপসারণের দাবি তুলেছেন তাঁরা।
কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের (Rajesh Bindal) অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানাকে চিঠি দিল রাজ্য বার কাউন্সিল।
এই চিঠির প্রাসঙ্গিক বিষয় সেই নারদ মামলাই। গত ১৭ মে নারদ কাণ্ডে রাজ্যের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে সিবিআই। এরপর নিম্ন আদালতে চার নেতার জামিন মঞ্জুর হয়ে যায়। কিন্তু সিবিআই-এর আইনজীবী ভার্চুয়ারি বিষয়টি হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানান। পরে রাতেই জামিন খারিজ করে দেন হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দাল। আর এতেই রাজেশ বিন্দাল তথা নারদ মামলায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে রাজ্য বার কাউন্সিল।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে গোটা বিষয়টি উল্লেখ করেছেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। নারদ মামলায় হাইকোর্টের পাঁচ সদস্যের বিচারপতির যে বেঞ্চ গঠিত হয়েছিল সেই পাঁচ সদস্যের বেঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইন মন্ত্রী মলয় ঘটক হলফনামা দিতে চাইলেও তাদের হলফনামা গ্রহণ করা হয়নি। বক্তব্য ছিল, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর হলফনামা জমা দেওয়া হয়েছে। কিন্তু হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলে দেখা যায়, সেখানে তাদের আবেদনের মান্যতা পেয়েছে। এই গোটা বিষয়টিই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে একের পর এক ‘তথ্য প্রমাণ লোপাট’, আসরে বিজেপি
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নন্দীগ্রাম রায় সংক্রান্ত মামলার প্রসঙ্গটিও। ভোটে গণনার কারচুপি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ওঠে। কিন্তু মামলা অন্যত্র সরানোর জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী মনু সিঙ্ভি। বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি চন্দের এজলাস পরিবর্তনের আবেদন জানানো হলেও হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তা অগ্রাহ্য করেছেন। এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে চিঠিতে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি তুলেছেন তাঁরা।
এদিকে, এই চিঠিকে ঘিরে আসরে নেমেছে বিজেপিও। বিজেপি নেতা অমিত মালব্য দিয়েছেন টুইট খোঁচা।
Just because Calcutta High Court is holding the Mamata Banerjee administration to account for the post poll violence, the CM is using Ashok Kumar Deb, TMC MLA from Budge Budge, under the garb of Bar Council to seek removal of acting Chief Justice. Bid to browbeat judiciary? 1/2 pic.twitter.com/FY1tF9fMEU
— Amit Malviya (@amitmalviya) June 27, 2021
অমিত মালব্যর বক্তব্য, যেহেতু হাইকোর্ট রাজ্যের ভোট পরবর্তী হিংসার সত্যতা খতিয়ে দেখছে, তাই বজবজের তৃণমূল বিধায়ক আইনজীবীকে দিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের অপসারণের দাবি জানাচ্ছে তৃণমূল।