Arup Biswas: কন্ট্রোলরুম থেকে রাতভর নজরদারি, বিদ্যুতের সমস্যা হলেই ফোন করুন এই নম্বরে
Arup Biswas: ২৪ ঘন্টা জরুরি ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জেলায় সাব স্টেশন গুলোতে বিদ্যুত্ কর্মীদের মোতায়েন করা হয়েছে।
কলকাতা: দুয়ারে দুর্যোগ। মঙ্গলবার রাত সাড়ে দশটায় বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার বিদ্যুৎ পরিস্থিতি খতিয়ে দেখলেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। প্রতি ঘন্টায় সমগ্র রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতির দিকে নজর রাখা হবে বলেও জানান মাননীয় মন্ত্রী।
মঙ্গলবারই সল্টলেক বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠক করে বিদ্যুত্ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “গোলাবের পর নিম্ন চাপ নিয়ে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছি। নবান্নে কন্ট্রোল রুম হয়েছে। বিদ্যুৎ ভবনেও কন্ট্রোল রুম করা হয়েছে।”
সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে সতর্কতার বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ১ কোটি ২৫ লক্ষ মানুষকে এসএমএসের মাধ্যমে সতর্কতা করা হয়েছে।
রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম চলছে।
ট্রান্সফার জলের নীচে থাকলে পাওয়ার অফ করা হবে।
কোনও সমস্যা হলে টোল ফ্রি নম্বরে জানানো যাবে-১৯১২১ (টোল ফ্রি নম্বর) হোয়াটস আপ নম্বরে যোগাযোগ করা যাবে- ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ এই নম্বরে
২৪ ঘন্টা জরুরি ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জেলায় সাব স্টেশন গুলোতে বিদ্যুত্ কর্মীদের মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সর্তকতা বিদ্যুৎ ভবন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলা শাসক, রিজিওনাল ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ চলছে। তিনদিন ধরে চলবে।
খোলা তার আছে বলে, এখনও কোনো রিপোর্ট নেই। সিএসির সঙ্গে চলছে প্রতিনিয়ত যোগাযোগ। তারাও কন্ট্রোল রুম করেছে। নম্বর ৯১৪৭১১৪৪৭৭ ও ৯১৪৭১০৫৩৯৮
বাড়ির ভেতরে ওয়ারিং আরও ভালো করে করার কথা বলেছেন বিদ্যুৎ মন্ত্রী।
ঘূর্ণাবর্তের জেরেই বুধবার বজ্রবিদ্যুত্-সহ দফায় দফায় ভারী ব়ৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দক্ষিণের জেলাগুলিতে দিনভর থাকবে মেঘলা আকাশ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। বুধবারেও মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়ায়। বৃষ্টি চললেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমে যাবে বুধবার।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সতর্কতা রয়েছে। ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন: Unknown Fever: উত্তরবঙ্গে ফের শিশুমৃত্যু! ২৪ ঘণ্টায় মারা গেল ৩টি দুধের শিশু
আরও পড়ুন: Bhawanipur By Election: নিশ্চিদ্র নিরাপত্তায় ভবানীপুরকে মুড়ছে কলকাতা পুলিশ! পদক্ষেপ শুরু রাত থেকেই