মমতার বাড়িতে বিশাল যজ্ঞের আয়োজন, আহুতিতে অভিষেক

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: arunava roy

Feb 26, 2021 | 4:29 PM

মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়িতে বিশাল পুজো যাগযজ্ঞের আয়োজন। আহুতিতে অভিষেক (Abhishek Banerjee), দেখুন ভিডিয়ো...

মমতার বাড়িতে বিশাল যজ্ঞের আয়োজন, আহুতিতে অভিষেক
ছবি- ফেসবুক

Follow Us

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়িতে বিশাল পুজোর আয়োজন। বিশাল যজ্ঞের আয়োজন করা হয়। সংকল্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শুক্রবার সকাল থেকেই তৃণমূল সুপ্রিমোর বাড়িতে বিশাল ব্যস্ততা। ভোট আবহে তৃণমূল ভবনের বৈঠকের ঘরেই বড় পুজোর আয়োজন করলেন সুপ্রিমো। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যজ্ঞ চলাকালীন কিছুটা ঝলক শেয়ার করেছেন সুপ্রিমো নিজেই।

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, যজ্ঞবেদীর সামনে আহুতিতে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাত জোড় করে বসে রয়েছেন বসে আছেন তিনি। পুজো করছেন জগন্নাথ মন্দিরের সেবায়ত জগন্নাথ দ্বৈতাপতি। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এ বারের পুজোয় নিমন্ত্রিতদের সংখ্যাও নিয়ন্ত্রিত।

এই ভিডিয়োতে অবশ্য মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি। তবে কালীঘাট অন্দরে কান পাতলে শোনা যায়, এর আগে বহুবার বাড়ির পুজোতে হাত লাগাতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। ভোগ রান্না থেকে শুরু করে ফুলের মালাও গেঁথেছেন তিনি। তৃণমূল ঘনিষ্ঠ মহলের খবর, পরিবারের মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় সস্ত্রীক রাজ্যপালকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। উল্লেখ্য, কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানার পর উত্তাল রাজ্য রাজনীতি। আবার আজ বিকালেই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সেই আবহে মমতার বাড়ির এই যজ্ঞের তাৎপর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Next Article