সপ্তাহভর দুর্যোগের বার্তা! কোন দিন কোন জেলায় সতর্কতা, দেখে নিন এক নজরে

Jun 21, 2021 | 9:15 AM

জলীয়বাষ্প ঢুকছে বাংলার। আর তার জেরেই নাগাড়ে বৃষ্টি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহভর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

সপ্তাহভর দুর্যোগের বার্তা! কোন দিন কোন জেলায় সতর্কতা, দেখে নিন এক নজরে
ফাইল ছবি

Follow Us

কলকাতা: আজ কমবে, কিন্তু আগামিকাল মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়বে বৃষ্টি। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। তবে, আজই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ জুড়ে।

এ যেন অবিরাম ধারা! তবে আজ কিছুটা হলেও কম ভুগবে দক্ষিণবঙ্গ, শহর-শহরতলি। আজ কলকাতায় মেঘলা আকাশ থাকবে । দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩.৮ মিলিমিটার।

রাজ্যজুড়ে মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে আজ কিছুটা বৃষ্টির প্রভাব কমবে। কাল থেকে ফের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন, রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে বাংলার। আর তার জেরেই নাগাড়ে বৃষ্টি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহভর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। হালকা বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। বৃহস্পতিবার বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতে।

আরও পড়ুন: নবম ও দশম স্কুল পরীক্ষার ভিত্তিতেই গড় নম্বর! মূল্যায়নের ‘ফর্মুলা’ জারি করল আইসিএসই, আইএসসি

উত্তরবঙ্গ আজ দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।

Next Article