জল-যন্ত্রণায় আগামী কয়েকদিনে কলকাতার পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে, সতর্ক করল পুরসভা

Jun 18, 2021 | 12:56 PM

২৬ জুন গঙ্গায় ভরা কোটাল আসার সম্ভাবনা রয়েছে। তার জেরে আরও খারাপ হয়ে পারে কলকাতার পরিস্থিতি। প্লাবিত হতে পারে গঙ্গার পার্শ্ববর্তী এলাকা।

জল-যন্ত্রণায় আগামী কয়েকদিনে কলকাতার পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে, সতর্ক করল পুরসভা
কলকাতায় জল যন্ত্রণা

Follow Us

কলকাতা: আগামী দুদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ২৬ জুন গঙ্গায় ভরা কোটাল আসার সম্ভাবনা রয়েছে। তার জেরে আরও খারাপ হয়ে পারে কলকাতার পরিস্থিতি (Kolkata Rain Update)। প্লাবিত হতে পারে গঙ্গার পার্শ্ববর্তী এলাকা। গঙ্গা লাগোয়া বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতা জারি করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।

রাতভর নাগাড়ে বৃষ্টি। জল থই থই তিলোত্তমা। উত্তরে আমহার্স্ট স্ট্রিট থেকে দক্ষিণে টালিগঞ্জ, যাদবপুরের জল যন্ত্রণার চেনা ছবি। এরই মধ্যে কাঁটা হচ্ছে কোটাল। ২৬ জুন গঙ্গায় ভরা কোটাল আসার সম্ভাবনা রয়েছে। তার জেরে আরও খারাপ হয়ে পারে কলকাতার পরিস্থিতি। প্লাবিত হতে পারে গঙ্গার পার্শ্ববর্তী এলাকা।

এরই মধ্যে ডিভিস থেকে জল ছাড়ারও খবর মিলেছে। ২৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর। মাইথন থেকে জল ছাড়া হয়েছে ৮৫০০ কিউসেক জল। পাঞ্চেত থেকে ১৪ হাজার কিউসেক ও বাকি জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। আপাতত তিনটে লকগেট খুলে দেওয়া হয়েছে। আরও লকগেট খোলা হবে। ইঙ্গিত দিয়েছে ডিভিসি।

এসবের মাঝেই কলকাতা পুর প্রশাসনের একটি বড় গাফিলতির চিত্র প্রকাশ্যে এসেছে। চেতলা লক গেটের পাম্পিং স্টেশনে যে ৪ টি পাম্প মেশিনের মাধ্যমে জমা জল খালে পড়বে, সেই চারটি মেশিন গত ৩৬ ঘণ্টায় চালানোই হয়নি।

পাম্প মেশিন বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকায় জল আজও দাঁড়িয়ে আছে। এত বড় গাফিলতি কীভাবে হল, তা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ। গাফিলতি কথা স্বীকার করে নিয়েছেন নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসক মন্ডলির সদস্য তারক সিং। তিনি বলেন, “কোথাও তো একটা গাফিলতি হয়েছে, নইলে এতো বড় ঘটনা কীভাবে করে ঘটল।”

আরও পড়ুন: কেন কলকাতায় জমে জল? এত বৃষ্টির পরও পাম্প চালাতেই ‘ভুলে’ গেলেন পাম্পিং স্টেশনের কর্মীরা… প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। জল জমেছে পাটুলি, বাঘাযতীন, বোড়াল, ব্রহ্মপুর, গড়িয়া, আদি গঙ্গার লাগোয়া দক্ষিণ শহরতলির একাধিক ওয়ার্ডে। জলযন্ত্রণা আলিপুর বডিগার্ড লাইন, একবালপুর, বেহালার বিস্তীর্ণ এলাকা, তারাতলা, নিউ আলিপুর, রায় বাহাদুর রোড এলাকায়। সাদার্ন অ্যাভিনিউ, গড়িয়াহাট, শরৎ বসু রোড, বালিগঞ্জ প্লেস, কসবা, তপসিয়া, তিলজলা জলমগ্ন। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট জলের তলায় আছে।

Next Article