TV9 বাংলা ডিজিটাল: সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে আট সপ্তাহের মধ্যেই সিবিআই-এর সঙ্গে সব রকম সহযোগিতা করতে হবে (Sarada Cheat Fund Case)। তারপরই তাঁর জামিনের আবেদনের মামলা শুনবে হাইকোর্ট। মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
মূলত স্বর পরীক্ষায় দেবযানীকে সুদীপ্ত সেন-সহ অন্যান্য অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরার জন্য তিন বছর ধরে চেষ্টা করেছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু এতদিনেও দেবযানী সহযোগিতা করেননি বলে আদালতে জানায়. সিবিআই। আধিকারিকদের সব কথা শোনার পর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ দেবযানীকে আট সপ্তাহের মধ্যে যাবতীয় সহযোগিতা নির্দেশ দেন।
ডিভিশন বেঞ্চের প্রশ্ন, “সারদা মামলাতেই কুণাল ঘোষের জামিন হলে, দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) জামিন হবে না কেন? তদন্তে এত দেরি হচ্ছে কেন?” প্রশ্নের উত্তরে সিবিআই-এর আইনজীবী জানান, “কুণাল ঘোষ ও দেবযানী মুখোপাধ্যায়ের বিষয়টি এক নয়।” দেবযানী ও সুদীপ্তকে পাশাপাশি বসিয়ে জেরা করার প্রয়োজন রয়েছে। ভয়েস রেকর্ডিং-এও চিটফান্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আদালতকে জানান সিবিআই-এর আইনজীবী।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে বাংলায়?
উল্লেখ্য, একেবারে তৃণমূল জমানার গোড়ার দিকেই গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল সারদা চিটফান্ড। সেই তদন্তে আজও চলছে। রায়ের আশায় গোটা বাংলা। একুশের নির্বাচনের আগে আরও একবার সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই জেলে গিয়ে ভিডিও রেকর্ডিং-এর ভিত্তিতে দেবযানী, সুদীপ্ত সেনকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা।