AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Book Fair: বইপ্রেমীদের নিয়ে ছুটছে স্পেশ্যাল মেট্রো, সোমবারে নয়া রেকর্ড, হু হু করে বাড়ছে আয়

Kolkata Book Fair: বইমেলায় আসা মানুষদের যাতে ভোগান্তি কম হয় সে কারণে আগেই স্পেশ্যাল মেট্রো চালানোর ঘোষণা করে দিয়েছিল কলকাতা মেট্রো। ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্ট -ওয়েস্ট করিডোরে মিলছে এই স্পেশ্যাল পরিষেবা।

Kolkata Book Fair: বইপ্রেমীদের নিয়ে ছুটছে স্পেশ্যাল মেট্রো, সোমবারে নয়া রেকর্ড, হু হু করে বাড়ছে আয়
কলকাতা মেট্রো। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 5:29 PM
Share

কলকাতা: দুর্গাপুজোর সময় প্রতিবছরই যাত্রীদের ভিড় সামাল দিতে চলে স্পেশ্যাল মেট্রো। ভিড়ের নিরিখে গত বছরের অক্টোবরে তৈরি হয়েছিল বিরাট রেকর্ড। এবার বইমেলা উপলক্ষেও চলছে স্পেশ্য়াল মেট্রো। কলকাতা বইমেলা উপলক্ষে ইস্ট ওয়েস্ট মেট্রোতে যাত্রী চলাচলের হার বেড়েছে ১৭.৬৯ শতাংশ। এদিনই বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো। তথ্য বলছে, এই করিডরে ২২ জানুয়ারি সোমবার ৪৫ হাজার ৫১১ জন যাত্রীর ভিড় হয়েছিল। সেখানে ১৫ জানুয়ারি অর্থাৎ তার আগের সোমবার এই করিডরে মেট্রো চড়েছিলেন ৩৮ হাজার ৬৭১ জন যাত্রী। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে যাত্রী সংখ্যা বেড়েছে ১৭.৬৯ শতাংশ।

২২ জানুয়ারি মেট্রোর আয় হয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৫৫৭ টাকা। যা আগের সোমবার ছিল ৬ লক্ষ ১ হাজার ৬১১ টাকা। যাত্রীদের ভিড় সামাল দিতে গিয়ে যাতে টিকিট সংক্রান্ত কোনও সমস্যা না হয় তা এড়াতে অতিরিক্ত টিকিট কাউন্টারও খোলা হয়েছে। তবে বইমেলার সময় বইপ্রেমীদের পাশে দাঁড়াতে পেরে খুশি মেট্রো কর্তারাও। খুশি কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলছেন, সপ্তাহের অন্যান্য দিনের সঙ্গে রবিবারও রাত ১০ পর্যন্ত মেট্রো চলায় বইপ্রেমীরা খুবই খুশি। কলকাতা মেট্রোকে শুভেচ্ছাও জানাচ্ছেন সকলে। 

সল্টলেকের সেন্ট্রাল পার্কে হচ্ছে কলকাতা বইমেলা। নিকটবর্তী মেট্রো স্টেশন করুণাময়ীর কাছে সেক্টর ফাইভ। বিগত কয়েকদিন ধরেই এই স্টেশনে বেশ ভিড় দেখা যাচ্ছে। তবে বইমেলায় আসা মানুষদের যাতে ভোগান্তি কম হয় সে কারণে আগেই স্পেশ্যাল মেট্রো চালানোর ঘোষণা করে দিয়েছিল কলকাতা মেট্রো। ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্ট -ওয়েস্ট করিডোরে মিলছে এই স্পেশ্যাল পরিষেবা। সোম থেকে শনি ১০৬টি মেট্রো চলানোর বদলে চালানো হচ্ছে ১২০টি মেট্রো। রবিবারও মিলছে পরিষেবা।