AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দমকল ও পুলিশের পরিবারকে ১০ লক্ষ টাকা আর রেলকর্মীদের ক্ষেত্রে ২৫ লক্ষ!’

মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহকারি পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।

'দমকল ও পুলিশের পরিবারকে ১০ লক্ষ টাকা আর রেলকর্মীদের ক্ষেত্রে ২৫ লক্ষ!'
সোমবার ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী
| Edited By: | Updated on: Mar 10, 2021 | 12:40 PM
Share

কলকাতা: রেল ভবনে অগ্নিকাণ্ডে চাপানউতোর। স্ট্র্যান্ড রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Strand Road Fire) মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহকারি পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।

টুইটারে অমিত মালব্য বলেন, “মৃত দমকল ও পুলিশকর্মীদের পরিবারকে মাত্র ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের। আর রেল তাদের মৃত কর্মীদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে।”

উল্লেখ্য, স্ট্র্যান্ড রোডের আগুনে ৯ জনের মৃত্য়ু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, তাঁর নিরাপত্তারক্ষী আরপিএফ কনস্টেবল সঞ্জয় সাহানি, দমকল আধিকারিক গিরিশ দে ও তিন দমকল কর্মী গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকাইত, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল ও রেল কর্মী সারান পান্ডে। মঙ্গলবার ১০ পর্যন্ত এক জনকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে দেখা যায়, ওই ব্যক্তির নাম সুদীপ দাস। তিনি রেলের সিনিয়র টেকনিশিয়ান।

আরও পড়ুন: টিফিন বক্সের অর্ধেক রুটি আর আধপোড়া মানি ব্যাগ নিষ্ঠুর সত্যি! সবচেয়ে ঝলসানো দেহটিই ওঁর বাবার

ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও ১ জনকে চাকরি দেওয়া হবে। মৃতদের মধ্যে ৪ জন দমকল কর্মী, ২ জন রেল কর্মী এবং হেয়ার স্ট্রিট থানার এএসআই রয়েছেন। অন্যদিকে, রেলের তরফে ঘোষণা করা হয়, মৃতদের পরিবার পিছু পাবে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। টাকার অঙ্কের পার্থক্য নিয়েই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অমিত মালব্য।