সকালের শিরশিরে ভাব আর ঝোড়ো হাওয়া আর ক’দিন! কবে থেকে হতে হবে ঘর্মাক্ত? স্পষ্ট করল হাওয়া অফিস

কবে থেকে বাড়বে তাপমাত্রা, কোথায় কোথায় হবে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর (Weather Forecast)

সকালের শিরশিরে ভাব আর ঝোড়ো হাওয়া আর ক'দিন! কবে থেকে হতে হবে ঘর্মাক্ত? স্পষ্ট করল হাওয়া অফিস
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 12:15 PM

কলকাতা: সকালের দিকে বেশ একটা শিরশিরে ভাব। সঙ্গে ঝড়ো হাওয়া। বেশ মনোরম পরিবেশ। শেষ দু’দিনে কলকাতা (Kolkata)-সহ পাশ্ববর্তী এলাকাগুলিতে এমনই আবহাওয়া। কিন্তু তা কতদিন থাকবে, সেটাই স্পষ্ট করল আবহাওয়া দফতর (Weather Forecast)। হাওয়া অফিস বলছে, আগামী সোমবার থেকে ক্রমেই চড়বে পারদ, বাড়বে তাপমাত্রা।

এই কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে পৌঁছেছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা নীচে থাকবে। সোমবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী তিন-চার দিনে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

রবিবারও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে আরও কয়েকদিন। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় পরিষ্কার আকাশ।

রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। শনিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ।

আরও পড়ুন: পুলিশের চাকরির ফাঁকেই ম্যানেজ করে চলত আসল ব্যবসা, পোলট্রি ফার্ম থেকে জালে বনগাঁর দুই কনস্টেবল

পশ্চিমী ঝঞ্ঝা উত্তরপূর্ব ভারতের ওপর অবস্থান করছে। এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আগামী কয়েকদিন জম্মু কাশ্মীর, লাদাখ মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে প্রচুর বৃষ্টি হবে । নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু-কাশ্মীরে ঢুকবে মঙ্গলবার।