নজরে ঘাটাল মাস্টার প্ল্যান! আজ দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 31, 2021 | 9:25 AM

Ghatal Master Plan: রাজ্যের সেচমন্ত্রী-সহ তৃণমূলের ১০ জনের প্রতিনিধি দল যাচ্ছে দিল্লিতে। সৌমেন মহাপাত্র, মানস ভুঁইঞা থাকবেন এই প্রতিনিধি দলে।

নজরে ঘাটাল মাস্টার প্ল্যান! আজ দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজ কেন্দ্র-রাজ্য বৈঠক। আজ দিল্লি দরবারে তৃণমূলের প্রতিনিধি দল। আজ, মঙ্গলবার দুপুর ২টোয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের বৈঠক রয়েছে।
দুটি বৈঠক করার কথা রয়েছে। প্রথম বৈঠক রয়েছে জলশক্তি মন্ত্রীর সঙ্গে। দ্বিতীয় বৈঠক রয়েছে বেলা চারটের সময়ে। সেই বৈঠক রয়েছে নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনের সঙ্গে। রাজ্যের সেচমন্ত্রী-সহ তৃণমূলের ১০ জনের প্রতিনিধি দল যাচ্ছে দিল্লিতে। সৌমেন মহাপাত্র, মানস ভুঁইঞা থাকবেন এই প্রতিনিধি দলে।

প্রসঙ্গত, গত ১০ অগস্ট ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি বলেছিলেন, “ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি সৌমেন মহাপাত্র, মানসকে বলব সেচমন্ত্রীর কাছে গিয়ে কথা বলে নিতে। একটা দিন সময় করে গিয়ে কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি জানিয়ে আসুক।”

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ঘাটাল নিচু জায়গা। মাস্টার প্ল্যান ছাড়া কোনও ভাবেই ঘাটালকে রক্ষা করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেন, “বার বার মাস্টার প্ল্যান নিয়ে বলা হচ্ছে কেন্দ্র তাতে কিছুতেই অনুমোদন দিচ্ছে না। এদিকে জল ছেড়ে দেওয়ার ফলে পরিকল্পিত বন্যা হচ্ছে।” এরপরই তিনি বলেন, ” ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি সৌমেন মহাপাত্র, মানস ভুঁইঞাকে বলব কেন্দ্রীয় সেচ মন্ত্রীর সঙ্গে দেখা করুন। সঙ্গে শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, জুন মালিয়া, দেবও যাক। ওরা দাবি জানাক। আমি মনে করি লোকসভা ও রাজ্যসভার সাংসদরাও সঙ্গে যান। না হলে কিন্তু ঘাটালকে বাঁচানো যাবে না।”

মুখ্যমন্ত্রীর ঘাটাল সফরের পরই বন্যা পরিস্থিতি নজরে রেখে দীর্ঘ বৈঠকে বসে নবান্ন। সেই বৈঠকে গঠিত হয় কমিটি। কমিটির চার প্রতিনিধি ঘাটালেও যান পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও নিকাশি বিভাগের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্রও ছিলেন সেখানে। চার সদস্যের প্রতিনিধি দল হরিশপুর, প্রতাপপুর বাঁধ, শীলাবতী বাঁধ এলাকা ঘুরে দেখেন। একই সঙ্গে জেলার মন্ত্রী, বিধায়ক, সাংসদদের নিয়েও বৈঠক করা হয়।

সিদ্ধান্ত হয় আবারও ঘাটাল মাস্টারপ্ল্যান-সহ একাধিক প্রকল্পের দাবি নিয়ে কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে রাজ্যের প্রতিনিধি দল দেখা করবে। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর দেবও বলেছিলেন, “এখন রাজনীতির সময় নয়। সব বিষয়ে রাজনীতি করলে মানুষের রাজনীতি থেকে বিশ্বাস উঠে যাবে। অনেক কিছুই বলতে পারতাম। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে অনেক বার চিঠি পাঠিয়েছি। কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। এখন লক্ষ্য, মানুষকে কী ভাবে বাঁচিয়ে রাখব। মানুষগুলোকে আগে বাঁচাতে হবে।”

ফি বছর বর্ষায় চরম দুর্ভোগের মধ্যে পড়েন ঘাটালবাসী। মঙ্গলবারের কেন্দ্র-রাজ্য বৈঠকে এই সমস্যার সুরাহা হয় কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আশাবাদী ঘাটালবাসী। যদিও বিজেপির কটাক্ষ, এই বৈঠকে তেমন কোনও রফাসূত্র বেরোবে না। আরও পড়ুন: EXCLUSIVE: ‘শান্তি কীসে পাব?’ ফেসবুকে পোস্টের পরই গায়ে অ্যালকোহল ঢেলে আগুন ধরালেন চিকিত্সক! কাঠগড়ায় রাজ্য সরকার

 

Next Article