
কলকাতা: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কলকাতা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার। রাজ্যের আইনশৃঙ্খলাকে শহরের নিষিদ্ধ পল্লীর সঙ্গে তুলনা করার অভিযোগেই তাঁর বিরুদ্ধে শুক্রবার থেকে সরব হয়েছিল তৃণমূল শিবির।
দিন পেরতেই শনিবার সুকান্তর বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরের অভিযোগে FIR দায়ের হল কলকাতার বটতলা থানায়। যিনি এই অভিযোগ দায়ের করেন, তিনি নিজেই ওই নিষিদ্ধ পল্লী এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
তবে অভিযোগ জানিয়েই থেমে থাকেননি তৃণমূল কাউন্সিলর। কীভাবে একজন প্রতিমন্ত্রী এমন মন্তব্য করতে পারেন, সেই প্রতিবাদে সরাসরি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও একটি চিঠি পাঠিয়েছেন তিনি।
উল্লেখ্য, একদিকে যখন বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রীয় স্তরে চিঠি পাঠালেন তৃণমূল কাউন্সিলর। এই ঘটনার ঠিক ২৪ ঘণ্টা আগে রাজ্যের বিশেষ করে ডায়মন্ড হারবারের আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান সুকান্ত মজুমদার। গতকাল ডায়মন্ড হারবার আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন সুকান্ত।
সেই প্রতিবাদেই তৎক্ষণাৎ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন সুকান্ত। করে বসেন বিতর্কিত মন্তব্য়। এমনকি, ডায়মন্ড হারবার এলাকায় শান্তি ফেরাতে গোটা ঘটনার তদন্তে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ চেয়ে অমিত শাহের কাছে চিঠি দিলেন সুকান্ত।