বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নেতার দেহরক্ষী

Mar 12, 2021 | 5:19 PM

ভোট আবহেই (West Bengal Assembly Election 2021) রাজারহাট থানার পুলিশ দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ ম্যাগজিন, কার্তুজ বাজেয়াপ্ত করেছে। শামসের মিঞাকে গ্রেফতার করা হয়েছে।

বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নেতার দেহরক্ষী
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির অন্যতম নেতা মিজানুর রহমানের দেহরক্ষীর কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ইউনাইটেড সোস্যালিস্ট পার্টির অন্যতম নেতা মিজানুর রহমানের দেহরক্ষী হলেন শামসের মিঞা। শুক্রবার সকালে তাঁর কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। রাজারহাট থানার পুলিশ দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ ম্যাগজিন, কার্তুজ বাজেয়াপ্ত করেছে। শামসের মিঞাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ‘তৃণমূল প্রার্থীদের মনোনয়ন বাতিলের সব রকম চেষ্টা করছে কমিশন’

আগামিকাল বারাসত আদালতে পেশ করা হবে। ভোটের আগে এই ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার কারণ কী, কোনও হিংসার ছক ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Next Article