ফোকাস তৃতীয় তরঙ্গে শিশুদের সংক্রমণ মোকাবিলা, আজ প্রথম বৈঠকে ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

উল্লেখ্য, অপূর্ব ঘোষের নেতৃত্বেই এর আগে গঠিত হয়েছিল কোভিড চাইল্ড ম্যানেজমেন্টের পাঁচ সদস্যের বিশেষ কমিটি। বৈঠকে ফোকাস থাকবে কোভিড প্যাডিয়াট্রিক ম্যানেজমেন্টের ওপরেই।

ফোকাস তৃতীয় তরঙ্গে শিশুদের সংক্রমণ মোকাবিলা, আজ প্রথম বৈঠকে ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 23, 2021 | 7:37 AM

কলকাতা: তৃতীয় তরঙ্গের (Third Wave) মোকাবিলায় ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। আজ, বুধবার প্রথম বৈঠকে বসছেন কমিটির সদস্যরা। বুধবার বিকেল ৩টেয় স্বাস্থ্য ভবনে বৈঠক হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ছাড়াও বৈঠকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে থাকবেন শিশুরোগ চিকিৎসক অপূর্ব ঘোষ।

তৃতীয় ঢেউয়ের মোকাবিলা (West Bengal Corona Situation) করতে কী কী প্রস্তুতি নেওয়া হবে, তা আগেভাগেই নির্ধারিত করতে মঙ্গলবার নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই বিশেষজ্ঞ কমিটির বৈঠকে হাজির থাকবেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ। উল্লেখ্য, অপূর্ব ঘোষের নেতৃত্বেই এর আগে গঠিত হয়েছিল কোভিড চাইল্ড ম্যানেজমেন্টের পাঁচ সদস্যের বিশেষ কমিটি। বৈঠকে ফোকাস থাকবে কোভিড প্যাডিয়াট্রিক ম্যানেজমেন্টের ওপরেই।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার ফারাকেই উধাও ‘ম্যাজিক’, ৮৮ থেকে টিকাকরণ নামল ৫৩ লক্ষে

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, আনুষ্ঠানিক চিকিৎসার যন্ত্রপাতি- সব নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে, তা কীভাবে মোকাবিলা সম্ভব, তা নিয়ে আলোচনা হবে। কোথায় কত শয্যা রাখা দরকার, কোথায় চিকিৎসক প্রয়োজন, কী ধরনের চিকিৎসা পরিকাঠামো প্রয়োজন এই বিষয়গুলিই পর্যবেক্ষণ করবে কমিটি। শিশুদের সংক্রমণ মোকাবিলায় পাঁচ সদস্যর যে বিশেষ কমিটি রয়েছে তারা ইতিমধ্যে ১৩০০ আইসিইউ, ৩৫০ এসএনসিইউ বেড-সহ বিভিন্ন হাসপাতালের শয্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি কোভিড পেডিয়াট্রিক ম্যানেজমেন্টে কী ধরনের পরিকাঠামো বাড়ানো প্রয়োজন সেই বিষয়গুলিতে দরকার মতো পরামর্শ দেবে ১০ সদস্যর বিশেষজ্ঞ কমিটি।