Weather: বিদায় নিচ্ছে বর্ষা, তা বলে বৃষ্টি থেমে যাবে এমনটা কিন্তু নয়…
Weather: মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। অংশত মেঘলা আকাশ। তবে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা: নিম্নচাপের চোখ রাঙানি যাবে কি না তা বলা যাচ্ছে না। তবে এবার বর্ষা বিদায়ের সময় এসেছে। দেশ থেকে মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। রাজস্থান এবং কচ্ছের কিছু এলাকায় মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। নির্ধারিত সময় থেকে ৬ দিন পর বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম রাজস্থানের বাকি অংশ, পঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে।
মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। অংশত মেঘলা আকাশ। তবে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে উত্তরবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি হবে ওড়িশা ও অন্ধ্র প্রদেশে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলা, বিহার, ঝাড়খণ্ডে।
তবে জোড়া ঘূর্ণাবর্তের ফলা রয়েছে। আজ নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এই সিস্টেম কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও সংলগ্ন এলাকায়।
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে কোনও কোনও জেলায়। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদে। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।