Weather Update Today: কালীপুজোতেও বৃষ্টির ‘এন্ট্রি’, এই ৩ জেলায় বিপদ, জারি হল সতর্কতা

West Bengal, Kolkata Weather Report: হাওয়া অফিস আগেই জানিয়েছিল, কালীপুজো ও ভাইফোঁটাতে বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি শুষ্কই থাকবে। তবে আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা। দমকা বাতাসও বইতে পারে সঙ্গে। 

Weather Update Today: কালীপুজোতেও বৃষ্টির এন্ট্রি, এই ৩ জেলায় বিপদ, জারি হল সতর্কতা
আজ কেমন থাকবে আবহাওয়া?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 20, 2025 | 11:59 AM

কলকাতা: বদলাচ্ছে আবহাওয়া। দিনে-রাতে টের পাওয়া যাচ্ছে সেই হাওয়া বদল। যেখানে শীতের অপেক্ষা করছেন সবাই, সেখানেই আজ, কালীপুজোতে আবার বৃষ্টির পূর্বাভাস। আজ কোথায় কোথায় বৃষ্টি হবে? সারাদিনের আবহাওয়া নিয়ে আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, কালীপুজো ও ভাইফোঁটাতে বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি শুষ্কই থাকবে। তবে আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা। দমকা বাতাসও বইতে পারে সঙ্গে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা। ২৫ অক্টোবর শনিবার উপকূলের জেলাতে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। আংশিক মেঘলা আকাশ হতে পারে অন্যান্য জেলাতেও। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া-

আজ, ২০ অক্টোবর কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে আজ আর্দ্রতাও বেশি থাকবে, যার কারণে অস্বস্তিকর গরম থাকবে দিনভর। আজ দিনের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯২ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৮ শতাংশ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

সোমবার দক্ষিণবঙ্গে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, বর্ধমান, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গে আজ আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হবে না। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

সিস্টেম

দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপ তৈরি হতে পারে লাক্ষাদ্বীপ সংলগ্ন কর্নাটক ও কেরল উপকূলে। দক্ষিণ-পূর্ব আরব সাগর, লাক্ষাদ্বীপ এবং কেরল-কর্নাটক উপকূলে এর প্রভাব পড়তে পারে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

দক্ষিণ-পূর্ব আরব সাগরের মতো দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

এছাড়া কেরল ও কোমোরিন সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব রাজস্থান ও সংলগ্ন মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আগামী মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম ভারতে প্রভাব ফেলবে।