কলকাতা: আলাপ হয়েছিল প্রায় ৪ বছর আগে। তারপর একটু একটু করে ভাল লাগা। শেষে প্রেম। কিন্তু, গত ২ বছর যাবৎ মসৃণভাবে চলছিল না ভালবাসার সম্পর্ক। একটু একটু করে চিড় ধরছিল প্রেমে। সেটাই সহ্য হয়নি অরিজিতের। তাই প্রেমিকাকে ভিডিয়ো কল করেই গলায় ফাঁস লাগাল সে। ঘটনাটি ঘটেছে উল্টোডাঙার গৌরিবাড়ি লেনে। মৃত যুবকের নাম অরিজিৎ দাস, বয়স ২২।
উত্তর কলকাতার মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক হওয়ার দু’বছর পর থেকেই শুরু হয়েছিল অশান্তি। মাঝে মধ্যেই তুমুল ঝগড়া হত দু’জনের। কথাও বন্ধ হয়ে যেত। কিন্তু তারপর আবার কোনও মতে জোড়া লাগত ভাঙা সম্পর্ক। বুধবারও একই ভাবে ঝগড়া বেঁধেছিল প্রেমিক-প্রেমিকার। ঝগড়া মিটিয়ে নিতে প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অরিজিৎ। কিন্তু, কোনও অজানা কারণে সেখানে গিয়ে সে পৌঁছয়নি। মাঝ রাস্তা থেকেই বাড়ি ফিরে চলে আসে।
বাড়ি ফিরে সে দেখতে পায়, ওষুধ আনতে গিয়েছেন তাঁর মা। তখনই ভিডিয়ো কল করে প্রেমিকাকে। ভিডিয়ো কল করেই গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হয় তরতাজা এই যুবক। অরিজিতের প্রেমিকা তাঁর পরিবারের লোকজনকে নিয়ে ছেলেটির বাড়িতে চলেও আসে। কিন্তু ততক্ষণে সব শেষ। প্রতিবেশীরা দরজা ভেঙে অরিজিৎকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: নারদ মামলার মাঝে সিবিআই-এর আইনজীবীর সঙ্গে ‘বৈঠক’ কেন শুভেন্দুর? গ্রেফতারি চায় তৃণমূল
অন্যদিকে, অরিজিতের মা বাড়ি ফিরে এসে জানতে পারেন, ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। টালির চালের কাঠের সঙ্গে গামছা জড়িয়ে আত্মঘাতী হয়েছে অরজিৎ। মৌখিকভাবে মৃতের পরিবার অরিজিতের আত্মহত্যার জন্য তাঁর প্রেমিকাকেই দায়ী করছে। যদিও অরিজিতের বাবা পুলিশকে জানিয়েছেন, তাঁদের কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।
আরও পড়ুন: বিহারের থেকেও বরাদ্দ কম বাংলার, জুলাইতে রাজ্যগুলিকে ১২ কোটি ভ্যাকসিন দেবে কেন্দ্র