TET Agitation: করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে সরব বিদ্বজ্জনেরা, সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মিছিলে বাদশা-মন্দাক্রান্তা-শ্রীলেখারা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 22, 2022 | 9:38 PM

TET Agitation: “গোটা রাজ্যজুড়ে যে দুর্নীতি চলছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। যাঁরা অন্যায় করল, বিষয়টি জটিল করল, তাঁরাই পুলিশ পাঠিয়ে যাঁরা নায্য প্রার্থী তাঁদের তুলে দিচ্ছে রাস্তা থেকে।” তোপ বাদশা মৈত্রর।

TET Agitation: করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে সরব বিদ্বজ্জনেরা, সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মিছিলে বাদশা-মন্দাক্রান্তা-শ্রীলেখারা

Follow Us

কলকাতা: মাঝরাতের পুলিশি (Police) অ্যাকশনে ছত্রখান হয়ে গিয়েছিল বিক্ষোভকারীরা। স্তব্ধ হয়ে গিয়েছিল ২০১৪-র টেট আন্দোলনকারীদের (2014 TET Agitator) আমরণ অনশন। তুলে দেওয়া হয়েছিল ২০১৭-র টেট পাশ করা বিক্ষোভকারীদের। এমনকী বৃহস্পতিবারের মধ্যরাতে করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলতে পুলিশের যে ভূমিকা দেখা গিয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। এবার এ ঘটনার প্রতিবাদে পথে নামতে দেখা গেল শহরের তথা বাংলার বিদ্বজ্জনদের। পথে নামতে দেখা গেল বাদশা মৈত্র, মন্দাক্রান্ত সেন, শ্রীলেখা মিত্র, দেবজ্যোতি মিশ্র সহ অনেককেই। 

এদিন কার্যত সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে তির্যক ভঙ্গিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, “যাঁরা অনশন করছিল, যারা অবরোধ করছিল তাঁরা বিশাল বড় অপরাধ করে ফেলেছে। কেন অধিকারের কথা বলছে? উনি তো চান না। সে কারণেই তুলে দেওয়া হয়েছে। কোন জায়গায় এসে আমরা পৌঁছেছি সেটা ভাবুন একবার। আগামীদিনে যাতে এই মন্ত্রীসভা না থাকে সেটাই আমরা চাই।”

অভিনেতা বাদশা মৈত্র বলেন, “গোটা রাজ্যজুড়ে যে দুর্নীতি চলছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। যাঁরা অন্যায় করল, বিষয়টি জটিল করল, তাঁরাই পুলিশ পাঠিয়ে যাঁরা নায্য প্রার্থী তাঁদের তুলে দিচ্ছে রাস্তা থেকে। এটা তো হতে পারে না। এটা তো হতে পারে না। যাঁদের টাকা দিয়ে চাকরি দেওয়া হল তাঁরা যে স্কুলে পড়াবে সে স্কুলে কারা পড়তে যাবে?” এদিকে মিছিলে পা মেলাতে দেখা যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমাব বসু সহ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নানকে। মিছিল হাঁটতে হাঁটতেই বিমান বসু বলেন, “মিছিলটা ডেকেছে নাগরিক সমাজ। আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে মিছিলটাকে সমর্থন করে পায়ে পা মিলিয়েছি। যে অন্যায় অবিচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমাদের এখানে আসা।”

তবে মিছিল প্রসঙ্গে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, “এটা বুদ্ধিজীবীদের মিছিল নয়। এটা বামেদের মিছিল। এদের গুরুত্ব নেই। এদের তো বিধানসভায় আসন নেই। বুদ্ধিজীবীদের নাম করে আসন আনতে পারবে না। সরকার যথাযথ প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। গুলি চালায়নি সরকার৷”

Next Article