Election Commission: কলকাতার বহুতলেও হবে বুথ? ভোটের আগে বড়সড় সিদ্ধান্তের পথে কমিশন

Election Commission: বিগত কয়েক বছরে কলকাতার প্রায় সর্বত্রই গজিয়ে উঠেছে অসংখ্য বহুতল। হু হু করে বেড়েছে শহরের বাসিন্দাদের সংখ্যাও। এদিকে রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় শহর কলকাতার ভোটাদানের হার বারবারই নিচের দিকে থেকেছে।

Election Commission: কলকাতার বহুতলেও হবে বুথ? ভোটের আগে বড়সড় সিদ্ধান্তের পথে কমিশন
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Aug 19, 2025 | 8:05 PM

কলকাতা: হাতে আর ক’টা মাস। বেজে গিয়েছে ভোটের দামামা। ভোটের তোড়জোড় শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনও। এরইমধ্যে এবার রাজ্যজুড়ে ভোটের বুথ তৈরির ক্ষেত্রে নতুন ভাবনা-চিন্তা শুরু দিয়েছে নির্বাচন কমিশন। বহুতলেও হতে পারে বুথ! হ্যাঁ, এমনটাই ভাবছে কমিশন। ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত কমিশনের। ব্যাপারটা ঠিক কীরকম? 

কমিশন সূত্রে খবর, মূলত শহর কলকাতাকে মাথায় রেখেই এই ভাবনা শুরু হয়েছে। তবে বাস্তবায়িত হলে তা হবে গোটা রাজ্যেই। যে সমস্ত বহুতলে ৪০০ বা তার অধিক বাসিন্দা থাকেন সেখানেই বুথ করতে পারে কমিশন। অর্থাৎ ঘর থেকে বেরিয়ে আর বেশি দূর যেতে হবে না কমিশনকে। এক কথায় বলতে গেলে দুয়ারেই ভোট দিতে পারবেন ভোটাররা। 

বিগত কয়েক বছরে কলকাতার প্রায় সর্বত্রই গজিয়ে উঠেছে অসংখ্য বহুতল। হু হু করে বেড়েছে শহরের বাসিন্দাদের সংখ্যাও। এদিকে রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় শহর কলকাতার ভোটাদানের হার বারবারই নিচের দিকে থেকেছে। আর এখানেই বদল আনতে চাইছে কমিশন। সে কারণেই এবার বৈপ্লবিক পরিবর্তনের সিদ্ধান্ত। কমিশন বলছে একই রাস্তায় হেঁটে দিল্লির ভোটে এসেছে সাফল্য। এখন কলকাতাকে মাথায় রেখে এটা করা হলেও রাজ্যের সর্বত্রই এটা কার্যকর হতে পারে। তবে যে সমস্ত বহুতলে রাজনৈতিক নেতারা, মন্ত্রী, বিধায়করা থাকেন বিতর্ক এড়াতে সেখানে বুথ হবে না বলেই কমিশন সূত্রে খবর।