SSKM: আরজি করের পর এসএসকেএমে ভাঙচুর, পেটাল চিকিৎসককে

Satyajit Mondal | Edited By: সায়নী জোয়ারদার

Aug 18, 2024 | 7:52 PM

SSKM-RG Kar:আরজি করকাণ্ডে এই মুহূর্তে উত্তাল কলকাতা। গত ১৪ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকে গুন্ডাগিরি চালায় একদল দুষ্কৃতী। হাসপাতালে ঢুকে ভাঙচুর করে তারা। এবার আবার এসএসকেএম হাসপাতালেও ভাঙচুর। যদিও দুই হাসপাতালে অশান্তির প্রেক্ষাপট একেবারেই আলাদা। তবে দু'ক্ষেত্রেই  ক্ষতির মুখে পড়েছে চিকিৎসাকেন্দ্র। প্রশ্নের মুখে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা।

SSKM: আরজি করের পর এসএসকেএমে ভাঙচুর, পেটাল চিকিৎসককে
হাসপাতালে পুলিশের টিম।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আরজি করের পর এবার এসএসকেএমে ভাঙচুরের অভিযোগ উঠল। রাজ্যের উৎকর্ষ কেন্দ্র এস‌এসকেএমের ট্রমা কেয়ারে এবার ভাঙচুর করা হল। ১৫ বছরের বালকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রবিবার। ট্রমা কেয়ারের পাঁচতলায় চলে ভাঙচুর। রোগীর পরিজনের হাতে এক জুনিয়র চিকিৎসক রক্তাক্তও হন বলে অভিযোগ। আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। এর‌ই মধ্যে আবার প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। চিকিৎসকদের একাংশ জানান, প্রথমে মুখে মারে ওই জুনিয়র ডাক্তারকে। তারপর গলা চেপে ধরে। করিডরের দেওয়ালে চেপে ধরে রেখে দেয়। আরেকজন এসে বাঁচান।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

খবর পেয়েই ওয়ার্ডে পৌঁছে তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে আহত চিকিৎসকের নাম সুব্রত শূর। হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মীর কথায়, “আমরা নিচে ডিউটিতে আছি। অর্থাৎ হইচই শুনে উপরে যাই। গিয়ে দেখি বোতল ভেঙে ডাক্তারকে মারতে যাচ্ছে। পিছন থেকে গিয়ে আমি ধরি। ডাক্তার সুব্রত শূরকে মারধর করেছে।” পুলিশের উর্দিতেও রক্ত লেগে যায়। আহত হন পুলিশ কর্মীও। ওই পুলিশ কর্মী জানান, ওয়ার্ডে থাকা রোগীর আত্মীয়রা তিন-চারটে বেড উল্টে ফেলে দেন। ওষুধ ছিল, সেসবও ফেলে দিয়েছে।

আরজি করকাণ্ডে এই মুহূর্তে উত্তাল কলকাতা। গত ১৪ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকে গুন্ডাগিরি চালায় একদল দুষ্কৃতী। হাসপাতালে ঢুকে ভাঙচুর করে তারা। এবার আবার এসএসকেএম হাসপাতালেও ভাঙচুর। যদিও দুই হাসপাতালে অশান্তির প্রেক্ষাপট একেবারেই আলাদা। তবে দু’ক্ষেত্রেই  ক্ষতির মুখে পড়েছে চিকিৎসাকেন্দ্র।

Next Article