Kumar Shanu’s Son: টলিউডে প্রথম কাজ, কলকাতায় পা রেখেই ‘বাবার মতোর ভালবাসা’ চাইলেন কুমার শানুর ছেলে

Kumar Shanu's Son: 'মন'-য়ের ভিডিয়োটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। ভিডিয়োটি দেখা যাবে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ভিডিয়োর নির্মাতারা জানাচ্ছেন, এই মিউজিক ভিডিয়োটি তৈরি করতে মনপ্রাণ দিয়ে খেটেছেন এর সঙ্গে যুক্ত প্রত্যেকেই। তাই সাফল্যের বিষয়ে তাঁরা একশো শতাংশ নিশ্চিত।

Kumar Shanus Son: টলিউডে প্রথম কাজ, কলকাতায় পা রেখেই বাবার মতোর ভালবাসা চাইলেন কুমার শানুর ছেলে
কলকাতায় কুমার শানুর ছেলেImage Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Dec 19, 2023 | 6:34 PM

কলকাতা: বাঙালির ছেলে এবার বাংলায়। গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানুর প্রথম বাংলা মিউজিক ভিডিয়ো প্রকাশ হল কলকাতায়। রোমান্টিক এই মিউজিক ভিডিয়োর নাম ‘মন’। এখানে জানের বিপরীতে অভিনয় করেছেন সৃজলা গুহ। মঙ্গলবার শহরের একটি পাঁচতারা হোটেল একটি অনুষ্ঠানের মাধ্যমে মিউজিক ভিডিয়ো প্রকাশ হয়। অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট দেখা যায়। অনুষ্ঠানে ছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী, প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের তরফে হাজির ছিলেন সুরিন্দর সিংহ। গানের মিউজিক ডিরেক্টর শিলাদিত্য-সোমও উপস্থিত ছিলেন।

‘মন’-য়ের ভিডিয়োটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। ভিডিয়োটি দেখা যাবে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ভিডিয়োর নির্মাতারা জানাচ্ছেন, এই মিউজিক ভিডিয়োটি তৈরি করতে মনপ্রাণ দিয়ে খেটেছেন এর সঙ্গে যুক্ত প্রত্যেকেই। তাই শানু পুত্রের প্রথম বাংলা গানের ভিডিয়োর সাফল্য নিয়ে নিশ্চিত টিমের সকলে। উদ্বোধনী অনুষ্ঠানে এসে গায়ক জান কুমার শানু জানালেন নিজের মনের কথা। বললেন, তাঁর মন চায় বাংলার সুপারস্টারের জন্য গান গাইতে। জিতের জন্য গান গাইতে। একইসঙ্গে বারবারই তাঁর মুখে শোনা যায় বাবার কথা। আবেগাপ্লুতও  হয়ে পড়েন। 

মঞ্চ থেকেই বলেন, “এটাই বাংলায় আমার প্রথম কাজ। আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন তাতে আমি আপ্লুত। আশা করব একজন বাঙালি হিসাবে আমার বাবাকে যে ভালবাসা দিয়েছেন আপনারা, আমাকেও সেটা দেবেন। তাহলে ভবিষ্যতে আমি আরও ভাল করে গাইতে পারব।”