Kunal-Suvendu: ‘বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট’-এর শিরোপা ডায়মন্ড হারবার পুলিশ জেলার, শুরু শুভেন্দু-কুণাল তরজা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 17, 2023 | 10:14 PM

Kunal-Suvendu: ডায়মন্ড হারবার পুলিশ জেলার রাজ্যের 'বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট'-এর শিরোপা পাওয়ার বিষয়টি প্রথম টুইট করে জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দেওয়া শংসাপত্র পোস্ট করে উচ্ছ্বসিত অভিষেক টুইট-পোস্টে লেখেন, "সকলের পরিশ্রম, নিষ্ঠা এবং উদ্যমের পরিচায়ক এই পুরস্কার।" অভিষেকের এই টুইটের পরই কটাক্ষ করে পাল্টা টুইট করেছেন শুভেন্দু অধিকারী।

Kunal-Suvendu: বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট-এর শিরোপা ডায়মন্ড হারবার পুলিশ জেলার, শুরু শুভেন্দু-কুণাল তরজা
কুণাল ঘোষ ও শুভেন্দু অধিকারী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যের ‘বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট’-এর শিরোপা পেয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার এই শিরোপা পেতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। নাম না করে সরাসরি ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার পাল্টা জবাব দিয়ে টুইট করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বলা যায়, ডায়মন্ড হারবারের ‘বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট’-এর শিরোপা পাওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে শুভেন্দু-কুণাল তরজা।

ডায়মন্ড হারবার রাজ্য়ের সেরা পুলিশ জেলা তকমা পাওয়ায় শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিয়ে এদিন পাল্টা তোপ দেগে টুইট করেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডায়মন্ড হারবারের সফলতায় শুভেন্দু অধিকারী ‘ঈর্ষান্বিত’ বলে টুইট করেছেন তৃণমূল মুখপাত্র। বিরোধী দলনেতার রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গত, ডায়মন্ড হারবার পুলিশ জেলার রাজ্যের ‘বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট’-এর শিরোপা পাওয়ার বিষয়টি প্রথম টুইট করে জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দেওয়া শংসাপত্র পোস্ট করে উচ্ছ্বসিত অভিষেক টুইট-পোস্টে লেখেন, “সকলের পরিশ্রম, নিষ্ঠা এবং উদ্যমের পরিচায়ক এই পুরস্কার।” অভিষেকের এই টুইটের পরই ওই শংসাপত্র এবং পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা এক রক্তাক্ত ব্যক্তির ভিডিয়ো দিয়ে পাল্টা টুইট করেন শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লেখেন, “বিরোধী দমনে অথবা ভোট লুঠ মডেলের সেরা জেলা।”

Next Article