Kunal Ghosh on Dilip Marriage: ঠিক কোন ফাঁকে ‘রিঙ্কু বৌদি’ টুক করে ঢুকে পড়ল? সমীকরণটা বোঝালেন কুণাল ঘোষ

Kunal Ghosh on Dilip Marriage: কুণাল ঘোষ উল্লেখ করেছেন, একে একে দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সহ সভাপতির পদ থেকে বাদ পড়েছেন একে একে।

Kunal Ghosh on Dilip Marriage: ঠিক কোন ফাঁকে রিঙ্কু বৌদি টুক করে ঢুকে পড়ল? সমীকরণটা বোঝালেন কুণাল ঘোষ
Image Credit source: TV9 Bangla

Apr 18, 2025 | 6:53 PM

কলকাতা: বোমাটা প্রথম ফাটিয়েছিলেন কুণাল ঘোষই। শুক্রবার এক্স মাধ্যমে তিনিই ফাঁস করে দেন দিলীপ ঘোষের বিয়ের কথা। শাসক ও বিরোধী দলের এই দুই নেতার বাকযুদ্ধের কথা সবাই জানেন। তবে বিভিন্ন সময়ে দিলীপ ঘোষের প্রশংসা করতেও শোনা গিয়েছে কুণালকে। বিজেপির অন্দরে দিলীপকে কোণঠাসা করা হচ্ছে বলেও বারবার সরব হয়েছেন কুণাল ঘোষ। এবার তিনি বোঝালেন কেন রিঙ্কু মজুমদার ঢুকে পড়লেন রাজনীতিক দিলীপের জীবনে?

শুক্রবার দিলীপ ঘোষের বিয়ের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “দলে যেভাবে দিলীপ দাকে অপমান করা হয়েছে, কোণঠাসা করা হয়েছে, তাতে তাঁর জীবনে একটা শূন্যতা তৈরি হয়েছিল। আর সেই ফাঁকেই টুক করে ঢুকে পড়েছেন রিঙ্কু বৌদি।”

কুণাল ঘোষ উল্লেখ করেছেন, একে একে দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সহ সভাপতির পদ থেকে বাদ পড়েছেন একে একে। এমনকী গত লোকসভা নির্বাচনে জেতা কেন্দ্র থেকেও সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। আজ যখন সে সব কথা বলছেন রিঙ্কু, তাতে সমর্থন জানাচ্ছেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, “দিলীপ দার নিশ্চয় একটা যন্ত্রণা ছিল। সেই দুঃখের দিনে রিঙ্কু বৌদি পাশে দাঁড়িয়েছেন। দিলীপ দা বুঝেছেন, দল নয়, রিঙ্কু দিই পাশে থাকবেন।” দিলীপ ঘোষের সিদ্ধান্তকে তাই সমর্থন করেছেন তিনি।