Kunal Ghosh: ‘দল দায়িত্বে নেবে না’, রাজন্যাদের স্পষ্ট বার্তা দিলেন কুণাল

Sep 28, 2024 | 10:17 AM

Rajanya Haldar: তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দু’জনকে সাসপেন্ড করা হয়েছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকবে।

Kunal Ghosh: দল দায়িত্বে নেবে না, রাজন্যাদের স্পষ্ট বার্তা দিলেন কুণাল
রাজন্যা ছবি প্রসঙ্গে কুণাল
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: প্রান্তিক চক্রবর্তী পরিচালিত, রাজন্যা হালদার অভিনীত শর্ট ফিল্ম ঘিরে বিতর্ক তুঙ্গে। ওই ছবির জন্য তৃণমূলের দলীয় পদ থেকে সাসপেন্ড করা হয়েছে দুজনকেই। এরই মধ্য়ে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজন্যাদের ছবি সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে সরাসরি জানিয়ে দিলেন তিনি।

প্রান্তিক পরিচালিত ওই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ২ সেপ্টেম্বর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে সেই শর্ট ফিল্মের পোস্টার। আর সেই ছবি মুক্তির আগেই শুক্রবার সাসপেন্ড করা হয়েছে রাজন্যা ও প্রান্তিককে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁদের।

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দু’জনকে সাসপেন্ড করা হয়েছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকবে।

শুক্রবার ছবির বিষয়ে এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, ‘একটি শর্ট ফিল্মের খবর এসেছে। তবে তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’ কুণালের দাবি, তিলোত্তমার ঘটনার মতো স্পর্শকাতর বিষয় যেভাবে প্রচারে ব্যবহার করছে, তা দলবিরোধী। বিচারাধীন ঘটনা ছবির প্রচারে ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন তিনি। কুণাল আরও লিখেছেন, ‘যে বা যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদকে বলা হয়েছে।’

এই বিষয়ে রাজন্যা হালদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনও প্রচারে ব্যবহার করা হচ্ছে না।’ ছবিটি দেখার আগেই কীভাবে তাঁদের বিরুদ্ধে দল এমন সিদ্ধান্ত নিল, তাতে অবাক রাজন্যা। তবে তিনি স্পষ্ট বলেন, ‘দলবিরোধী কাজ বলতে যা বোঝায়, তা আমি করিনি।’

Next Article