Kunal Ghosh on Mamata: ‘মমতা রামকৃষ্ণ আর অভিষেক বিবেকানন্দ’, এবার ‘মহাপুরুষ-তত্ত্ব’ কুণালের

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 31, 2023 | 7:22 PM

Kunal Ghosh on Mamata: রাজনৈতিক মহলের একাংশের মতে, নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন কিছুটা ভারসাম্য রাখার চেষ্টা করলেন কুণাল ঘোষ। উল্লেখ্য, দিনকয়েক আগে কুণাল ঘোষ বলেছিলেন, ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক।

Kunal Ghosh on Mamata: মমতা রামকৃষ্ণ আর অভিষেক বিবেকানন্দ, এবার মহাপুরুষ-তত্ত্ব কুণালের
মমতা-অভিষেক সম্পর্কে মন্তব্য কুণালের
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: চৈতন্য দেবের পর এবার রামকৃষ্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন উপমা দিলেন তৃণমূল নেতা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্য দেবের উত্তরাধিকারী বলে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার রামকৃষ্ণের সঙ্গে মমতার তুলনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানেই থামেননি কুণাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বামী বিবেকানন্দের তুলনা করেছেন তিনি। তাঁর মতে, মমতা-অভিষেক যেন গুরু-শিষ্য। এর আগে সারদা দেবীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি।

গত কয়েকদিন ধরে দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, অভিমান হয়েছে অভিষেকের। দলের একাংশের কাজে নাকি তিনি অসন্তুষ্ট। নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের বাইরে নাকি কাজ করছেন না তিনি। কেউ অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছেন না।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণের অনেক শিষ্য ছিলেন। তাও তাঁর কথা লোকে বিবেকানন্দের মুখেই শুনতে চাইতেন। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দিয়েই মানুষ দেখতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তাঁর ত্যাগ, তাঁর আন্দোলনের কথা মানুষ অভিষেকের মধ্যে দিয়ে দেখতে চাইছেন।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন কিছুটা ভারসাম্য রাখার চেষ্টা করলেন কুণাল ঘোষ। উল্লেখ্য, দিনকয়েক আগে কুণাল ঘোষ বলেছিলেন, ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক।

কুণালের মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “মানসিক সমস্যা না থাকলে কেউ এরকম বলতে পারে না। উনি তো জেন্ডার বদলে দিচ্ছেন।” নির্মল মাজির সারদা দেবীর সঙ্গে তুলনার প্রসঙ্গ তুলেও শাসক দলকে কটাক্ষ করেছেন তিনি।

Next Article