Kunal Ghosh On Dilip Ghosh: দিলীপবাবু বিয়ে করে বিজেপির কিছু নেতাকে শুইয়ে দিয়েছিলেন, প্রভুকে দর্শন করে ওনাদের একেবারে সমাপ্ত করেছেন: কুণাল

Kunal Ghosh On Dilip Ghosh: TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কুণাল বললেন, "সংকীর্ণমনা, এই ভেদাভেদের রাজনীতিবিদদের একমাত্র কাজ, বিজেপির কিছু নেতার জ্বলে গেল, পুড়ে গেল। দিলীপ ঘোষ একটা বিয়ে করে ওনাদের শুইয়ে দিয়ে গিয়েছিলেন, এখন প্রভুকে দর্শন করে একেবারে সমাপ্ত করে দিয়ে গিয়েছেন। এখন তাঁরা নিজেদের মতো করে দিলীপবাবুকে আক্রমণ করছেন।"

Kunal Ghosh On Dilip Ghosh: দিলীপবাবু বিয়ে করে বিজেপির কিছু নেতাকে শুইয়ে দিয়েছিলেন, প্রভুকে দর্শন করে ওনাদের একেবারে সমাপ্ত করেছেন: কুণাল
দিলীপের পাশে দাঁড়ালেন কুণাল Image Credit source: TV9 Bangla

| Edited By: Sharath S

May 16, 2025 | 4:58 PM

কনিষ্ক মাইতি ও শুভজিৎ মিত্র : দিঘার জগন্নাথ মন্দির দর্শন, দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকে ঘিরে বিজেপি অন্দরে কার্যত আগুন! দিলীপের বিরুদ্ধে বিষোদগার দলেরই একের পর এক বিজেপি নেতার। এই পরিস্থিতিতে  দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বিজেপির অন্য নেতাদের আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সঙ্গে নাম না করে বিঁধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও। নিজের সামাজিক মাধ্যমে এটাও উল্লেখ করেছেন, “রাজ্য বিজেপিতে তপন শিকদারের পর কর্মীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সফলতম সভাপতিও বটে।”

TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কুণাল বললেন, “সংকীর্ণমনা, এই ভেদাভেদের রাজনীতিবিদদের একমাত্র কাজ, বিজেপির কিছু নেতার জ্বলে গেল, পুড়ে গেল। দিলীপ ঘোষ একটা বিয়ে করে ওনাদের শুইয়ে দিয়ে গিয়েছিলেন, এখন প্রভুকে দর্শন করে একেবারে সমাপ্ত করে দিয়ে গিয়েছেন। এখন তাঁরা নিজেদের মতো করে দিলীপবাবুকে আক্রমণ করছেন।”

নাম না করে শুভেন্দু প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসে সম্মান পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন, তাঁরাই হঠাৎ ওখানে গিয়ে হিন্দু সনাতনী-এসব বলছেন!”

দলের নেতারা যাঁরা বিষোদগার করছেন, তাঁদের উদ্দেশে দিঘা থেকেই পাল্টা জবাব দিলেন দিলীপ। নাম না করে আক্রমণ করলেন তৃণমূল নেতা বিজেপিতে আসা নেতাদের। প্রশ্ন তুলেছেন বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়েও। দিলীপ বললেন, ”
কেউ কেউ জিজ্ঞাসা করেছেন। আমাকে পার্টি থেকে অফিসিয়ালি মানাও করেনি। স্বাগতও করেনি। সুভাষ চক্রবর্তী প্রসঙ্গে বলেন, যাঁরা স্বাভিমানী স্বতন্দ্র রাজনীতি করেন, তাঁদের দেখেই দল চলে।”

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-