কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফর সেরে সদ্য দেশে ফিরেছেন কুণাল ঘোষ। এবার আমেরিকা যাওয়ার আর্জি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। কলকাতা হাইকোর্ট তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে অর্থাৎ আমেরিকা সফরে যেতে পারবেন কুণাল ঘোষ। ২০১৬ সালে সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পান কুণাল ঘোষ। প্রাথমিকভাবে তাঁর রাজ্যের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তাই বাইরে যেতে চাইলে আদালতের অনুমতি নিতে হবে তাঁকে। সে কারণেই স্পেন সফরে যাওয়ার আগেও অনুমতি চাইতে হয়েছিল হাইকোর্টে। এবারও অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি।
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে স্পেন ও দুবাইতে গিয়েছিলেন কুণাল ঘোষ। যেহেতু আদালতের অনুমতি নিয়ে যেতে হয়েছিল তাঁকে, তাই তিনি দেশে ফেরার পর তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে রিপোর্ট দিয়ে জানান যে কুণাল আদালতের সব নির্দেশ মেনেই স্পেন ও দুবাই সফর সেরে ফিরেছেন। এরপরই আমেরিকা যাওয়ার আর্জি জানান কুণাল ঘোষ। বর্তমানে তৃণমূলের এই নেতার ছেলে আমেরিকায় পড়াশোনা করছে। তাকে দেখতেই যেতে চান কুণাল।
এ বিষয়ে সিবিআই কোনও আপত্তি জানায়নি। আদালত অনুমতি দেওয়ার পর এবার কুণাল ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কবে যাচ্ছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও। সারদা মামলায় গ্রেফতার করা হয়েছিল কুণাল ঘোষকে। বেশ কিছুদিন জেলবন্দি ছিলেন তিনি। তাঁকে স্পেন যাওয়ার অনুমতি দিয়েছিল, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।