কলকাতা : রাজনৈতিক পথ আলাদা। তবে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের (Sajal Ghosh) গ্রেফতারির সময় মুখ খুলতে দেখা গিয়েছিল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh)। ২০২১ সালে যেভাবে দরজা ভেঙে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছিল, তা অবাঞ্ছনীয় বলে উল্লেখ করেছিলেন কুণাল। এবার আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারির পর সে কথাই মনে করালেন কুণাল ঘোষ। তাঁর দাবি, সজলকে ওইভাবে গ্রেফতার করা ভুল ছিল। আর তার থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। কৌস্তভের গ্রেফতারির বিরোধিতা করে ফেসবুকে শনিবার একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানেই সজল ঘোষের উদাহরণ টেনে এনেছেন তিনি। কুণাল যে সেই সময় সমর্থন করেছিলেন, সে কথা মেনে নিয়েছেন সজলও।
এদিন সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখেছেন, সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। কেন সেই গ্রেফতারিকে ‘ভুল’ বলে দাবি করছেন কুণাল? তিনি মনে করেন, সেদিন ওইভাবে দরজা ভেঙে পুলিশ গ্রেফতার করায় আখেরে লাভ হয়েছিল সজলের। সে কারণেই মধ্য কলকাতায় একটি ওয়ার্ড বিজেপি জিতেছিল বলেই মনে করেন তৃণমূল নেতা। পুলিশি অভিযানের ধরণ ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। এদিন কৌস্তভের গ্রেফতারিও সঠিক সিদ্ধান্ত নয় বলেই দাবি তাঁর।
উল্লেখ্য, ২০২১ সালে মুচিপাড়ায় এক সংঘর্ষের ঘটনায় সজলের বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। লাথি মেরে দরজা ভেঙে গ্রেফতার করা হয়েছিল সজল ঘোষকে। বিরোধী দলের রাজনীতিক হয়েও সেই সময় ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন কুণাল ঘোষ।
শনিবার কুণালের এই পোস্টের পর সজল ঘোষ বলেন, ‘বিবেক জাগ্রত হয়েছে। মাঝে মাঝে জাগ্রত হয়। সজল, কৌস্তভের বেলায় জাগ্রত হয়েছে, আবার নওশাদের সময় বিবেক ঘুমোতে গিয়েছিল।’ তবে বিরোধী হয়েও একমাত্র কুণালই যে প্রতিবাদ করেছিলেন, সে কথা স্বীকার করে নিয়েছেন সজল ঘোষ। সে সঙ্গে তিনি বলেন, ‘এই গ্রেফতারিটাই শুধু নয়, পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে, এটা নিয়ে উনি কোনও কথা বলেন না কেন, একজন বিবেকবান মানুষ হয়ে কথা বলা উচিত। উনি রাজনীতিটা ভাল বুঝতে পারছেন না, বাকিরা বুঝতে পারছেন না।’