Recruitment Scam: কোর্টরুমের বাইরে ডেকে নিয়ে গেল দু’জন, তারপর… বিচারকের কাছে বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের

Recruitment Scam: ২০২৩ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন কুন্তল ঘোষ। প্রথমে ইডি তাঁকে গ্রেফতার করে, পরে সিবিআইও গ্রেফতার করে। গত বছরের ২০ নভেম্বর ইডির মামলায় জামিন পান তিনি।

Recruitment Scam: কোর্টরুমের বাইরে ডেকে নিয়ে গেল দুজন, তারপর... বিচারকের কাছে বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের
কুন্তল ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 20, 2025 | 6:13 PM

কলকাতা: ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। এমনকী পুরী যাওয়ার অনুমতিও পেয়েছেন তিনি। এবার আদালতে বিস্ফোরক অভিযোগ জানালেন সেই কুন্তল ঘোষ। তাঁর দাবি, তাঁকে কোর্টরুম থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি দিয়েছে কেউ বা কারা। তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে বলেও অভিযোগ।

২০২৩ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন কুন্তল ঘোষ। প্রথমে ইডি তাঁকে গ্রেফতার করে, পরে সিবিআইও গ্রেফতার করে। গত বছরের ২০ নভেম্বর ইডির মামলায় জামিন পান তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া কুন্তলকে শর্তসাপেক্ষে জামিন দেন। জেলমুক্তি হয় তাঁর।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার বিচার চলাকালীন বিচারভবনে কুন্তল ঘোষ দাবি করেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। আদালত কক্ষ থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

বিচারকের কাছে কুন্তলের দাবি, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে কোর্টরুমের বাইরে ডেকে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাঁকে বলা হয়, ‘তাপস মণ্ডলের টাকাটা দে।’ কুন্তল প্রশ্ন করেন, ‘কীসের টাকা?’ কুন্তল বলেন, ‘আমাকে বলা হয় ১৯ কোটি টাকা তাপস মণ্ডলকে দিয়েছি। সেই টাকা দাও।’ টাকা দিতে পারব না বলায় তাঁর পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ।

প্রথমে তিনি আইনজীবীকে জানান, পরে এদিন বিচারককে জানান তিনি। সিসিটিভি দেখার কথাও বলেন তিনি। বিচারক কুন্তলকে বলেন, ‘আপনি এলে ভিতরে থাকবেন। বাইরে ঘুরবেন না।’