Kuntal-Soma: ‘কুন্তল আমার সবটা দেখেছে’, জীবনের গল্প শোনালেন সোমা
Kuntal-Soma: কেন কুন্তল এতগুলো টাকা দিয়েছিলেন সোমাকে? কতদিনই বা আলাপ তাঁদের? এই সকল প্রশ্নেরই টিভি ৯ বাংলাকে উত্তর দিলেন সোমা।
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতেই বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর নাম উঠে আসে। তিনি কুন্তল ঘোষের কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন। এ দিকে, টাকা নেওয়ার এই খবর প্রকাশ্যে আসতেই উঠতে থাকে একাধিক প্রশ্ন। কেন কুন্তল এতগুলো টাকা দিয়েছিলেন সোমাকে? কতদিনই বা আলাপ তাঁদের? এই সকল প্রশ্নেরই Tv9 বাংলাকে উত্তর দিলেন সোমা।
কুন্তলের দেওয়া ৫০ লক্ষ টাকা নিয়ে বলতে গিয়ে সোমার প্রশ্ন, “৫০ লক্ষ টাকা কি ব্যবসার ক্ষেত্রে ম্যাটার করে?” তিনি বলেন, “আমি জানতে চাই এই বিষয়টি এত বড় করে দেখানো হচ্ছে কেন? আমার নিজের বাড়ির লোন ১ কোটির বেশি। গাড়ির লোন ৩০ লক্ষ। সেই কারণে ৫০ লক্ষ টাকা এমন কী? আর যেখানে আমার স্যালোঁটা রয়েছে আমি তার জন্য ১ লক্ষ টাকা ভাড়া দিই।”
সোমা চক্রবর্তীর দাবি, “যেই সময় আমায় টাকা দিয়েছিলেন কুন্তল তখন ওনার সঙ্গে আমার ভালভাবে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমার সবটা দেখেছিলেন উনি। কীভাবে কঠোর পরিশ্রম করে আমি ব্যবসাকে দাঁড় করিয়েছি সেই স্ট্রাগল দেখেছেন উনি। সেই থেকেই হয়ত সিদ্ধান্ত নিয়েছেন টাকা দেওয়ার।” তবে ভুল স্বীকার করে সোমা বলেন, “আমার দেখা উচিত ছিল ওর আয় কোথা থেকে। আমি সবটা না বিচার করেই টাকা নিয়েছিলাম।”
কে সোমা?
সোমা চক্রবর্তী একজন ব্যবসায়ী। দীর্ঘ ১০ বছর ধরে সল্টলেক সেক্টর ২ ওনার স্যালোঁ রয়েছে। এক মেয়েও রয়েছে তাঁর। বর্তমানে সে বোর্ড এক্সাম দিচ্ছে। তাঁর দাবি, অনেক কষ্ট করে নিজের এই ব্যবসা দাঁড় করিয়েছেন তিনি। ২০১৭ সালে তাঁর একজন কমন বন্ধুর মাধ্যমে কুন্তলের সঙ্গে পরিচয় হয়। তৃণমূল এই নেতা সোমার কঠোর পরিশ্রম দেখে তাঁকে ৫০ লক্ষ টাকা দেন। ৬ থেকে ৭ বার টাকার লেনদেন হয়েছিল। সোমা চক্রবর্তীর দাবি, চিনেও নেলআর্টের ইমপোর্ট ব্যবসা রয়েছে তাঁর।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক মধ্যস্থতাকারী বা মিডলম্যানের নাম উঠে এসেছে তদন্তকারীদের হাতে। কুন্তল ঘোষ, চন্দন মণ্ডল, তাপস মণ্ডল, গোপাল দলপতি- এই তালিকায় বেশ দীর্ঘ। তবে এই পুরুষদের সঙ্গে উঠে এসেছে সোমা চক্রবর্তীর নাম। তিনি কুন্তল ঘোষের কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন। সেই টাকা যদিও কুন্তলকে ফেরানোর নির্দেশ দিয়েছে ইডি।