Lalbazar: দিল্লি বিস্ফোরণকাণ্ডের জের! স্ক্যানারে পার্কস্ট্রিট চত্বর এলাকার হোটেল- লজ

Lalbazar: দিল্লির ঘটনার পরে বৈঠকে লালবাজারের কর্তারা। পুলিশ কমিশনারের নির্দেশ কোন অচেনা ব্যাক্তি কোন এলাকায় অযথা ঘুরলে বা সন্দেহ হলে নজর রাখতে হবে।  নাকা চেকিং পয়েন্ট জোরদার করতে হবে, একই জায়গায় না করে বিভিন্ন জায়গায় নাকা করার নির্দেশ। প্রতিটি হোটেলে নজরদারি আরও বেশ করে চালাতে হবে।

Lalbazar: দিল্লি বিস্ফোরণকাণ্ডের জের! স্ক্যানারে পার্কস্ট্রিট চত্বর এলাকার হোটেল- লজ
পার্কস্ট্রিটের হোটেলে ছানবিনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 12, 2025 | 12:01 PM

কলকাতা:  দিল্লি বিস্ফোরণের পর কলকাতা পুলিশের পক্ষ থেকে পার্কস্ট্রিট চত্বর এলাকায় হোটেল- লজ গুলিতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  পার্কস্ট্রিট থানার পক্ষ থেকে হোটেল গুলিতে গিয়ে রেজিস্টার চেক করা হচ্ছে। কতজন আবাসিক আছে? কোথা থেকে এসছে? কত দিনের জন্য বুকিং? সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। ভার্চুয়ালি মিটিং করার পর প্রত্যেকটি থানা কে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা।  তারপরই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ।

দিল্লির ঘটনার পরে বৈঠকে লালবাজারের কর্তারা। পুলিশ কমিশনারের নির্দেশ কোন অচেনা ব্যাক্তি কোন এলাকায় অযথা ঘুরলে বা সন্দেহ হলে নজর রাখতে হবে।  নাকা চেকিং পয়েন্ট জোরদার করতে হবে, একই জায়গায় না করে বিভিন্ন জায়গায় নাকা করার নির্দেশ। প্রতিটি হোটেলে নজরদারি আরও বেশ করে চালাতে হবে। কোন তথ্য পেলে তৎক্ষনাৎ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি  বাইরে থেকে লোক এলে কারা কেন এবং কতদিনের জন্য এল, তা জানতে হবে। পুলিশকে তথ্য ভান্ডার বাড়াতে হবে।

দিল্লির ঘটনার জেরে সতর্ক লালবাজারও। তৎপর কলকাতা পুলিশ। সূত্রের খবর, দিল্লির ঘটনার জেরে কলকাতা পুলিশ প্রতিটি থানাকে সর্তক করেছে লালবাজার। পেট্রোলিং ও নাকা চেকিং করে নজরদারির নির্দেশ লালবাজারের।

সূত্র মারফত জানা যাচ্ছে, মেট্রো স্টেশনগুলির কাছে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে লালবাজারের তরফে। একইসঙ্গে নজরদারিও বাড়ানো হচ্ছে। গোটা শহরজুড়েই জোরকদমেই চলবে নাকা তল্লাশি। শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে চলছে তল্লাশি।