Turtle: সল্টলেকের ভেড়িতে মিলল ৩২ কেজি ওজনের বিশালাকার কচ্ছপ

রবিবার সকালে সল্টলেকের ওই ভেড়ি পরিষ্কারের কাজ করছিলেন জেলেরা। পাটা পরিষ্কারের সময় তাঁরা দেখতে পান, তার মধ্যে কিছু একটা লেগে রয়েছে। কাছে যেতেই তাঁরা বুঝতে পারেন, সেটা কচ্ছপ।

| Edited By: অংশুমান গোস্বামী

Jun 06, 2022 | 10:14 AM

1 / 5
সল্টলেকের ভেড়ি থেকে উদ্ধার হল বিশালাকার কচ্ছপ। কচ্ছপটির ওজন প্রায় ৩২ কেজি। গলদার ভেড়ি থেকে উদ্ধার হয়েছে কচ্ছপটি।

সল্টলেকের ভেড়ি থেকে উদ্ধার হল বিশালাকার কচ্ছপ। কচ্ছপটির ওজন প্রায় ৩২ কেজি। গলদার ভেড়ি থেকে উদ্ধার হয়েছে কচ্ছপটি।

2 / 5
রবিবার সকালে সল্টলেকের ওই ভেড়ি পরিষ্কারের কাজ করছিলেন জেলেরা। পাটা পরিষ্কারের সময় তাঁরা দেখতে পান, তার মধ্যে কিছু একটা লেগে রয়েছে। কাছে যেতেই তাঁরা বুঝতে পারেন, সেটা কচ্ছপ।

রবিবার সকালে সল্টলেকের ওই ভেড়ি পরিষ্কারের কাজ করছিলেন জেলেরা। পাটা পরিষ্কারের সময় তাঁরা দেখতে পান, তার মধ্যে কিছু একটা লেগে রয়েছে। কাছে যেতেই তাঁরা বুঝতে পারেন, সেটা কচ্ছপ।

3 / 5
কচ্ছপটি ধরতে যাওয়ার সময় অনেককে কামড়ে দিয়েছে বলে জানিয়েছেন জেলেরা। তার পর খবর দেওয়া হয় বন দফতরকে।

কচ্ছপটি ধরতে যাওয়ার সময় অনেককে কামড়ে দিয়েছে বলে জানিয়েছেন জেলেরা। তার পর খবর দেওয়া হয় বন দফতরকে।

4 / 5
পরে বনদফতরের আধিকারিকরা আসেন। তাঁরা কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যান।

পরে বনদফতরের আধিকারিকরা আসেন। তাঁরা কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যান।

5 / 5
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কচ্ছপটির বয়স হবে ২০ থেকে ২৫ বছর। গঙ্গাতেই এই প্রজাতির কচ্ছপ পাওয়া যায় বলে জানিয়েছেন তাঁরা।

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কচ্ছপটির বয়স হবে ২০ থেকে ২৫ বছর। গঙ্গাতেই এই প্রজাতির কচ্ছপ পাওয়া যায় বলে জানিয়েছেন তাঁরা।