Kolkata Airport: মাঝ আকাশে বড় ফাঁড়া কাটিয়ে দমদমে নামল ইন্ডিগোর বিমান

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Mar 30, 2024 | 11:47 PM

Kolkata Airport: লেজার আলোর চোখ ধাঁধানো ফাঁদে বিমান চালক ও সহকারী চালক। ঘড়ির কাঁটায় রাত তখন ৯টা বেজে ৫০ মিনিট। দিল্লি থেকে ১৯৯ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে ইন্ডিগোর ৬ই ২০৫৭ কলকাতা বিমানবন্দর থেকে ১৪ থেকে ১৮ নটিকাল মাইল দূরে ছিল।

Kolkata Airport: মাঝ আকাশে বড় ফাঁড়া কাটিয়ে দমদমে নামল ইন্ডিগোর বিমান
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: আবারও চোখ ধাঁধানো লেজার আলো বিমানের ককপিটে। আবারও সেই গঙ্গানগর। দমদম বিমানবন্দরে নামার আগে বড় বিপদের হাত থেকে রক্ষা পেল বিমানটি। থানায় অভিযোগ দায়ের করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত কয়েকদিনে একাধিকবার এই এক ঘটনা। থানা পুলিশ করেও কোনও লাভই যে হচ্ছে না, শনিবারের ঘটনা সেটাই প্রমাণ করল।

লেজার আলোর চোখ ধাঁধানো ফাঁদে বিমান চালক ও সহকারী চালক। ঘড়ির কাঁটায় রাত তখন ৯টা বেজে ৫০ মিনিট। দিল্লি থেকে ১৯৯ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে ইন্ডিগোর ৬ই ২০৫৭ কলকাতা বিমানবন্দর থেকে ১৪ থেকে ১৮ নটিকাল মাইল দূরে ছিল।

আবারও সেই গঙ্গানগরের দিক থেকে লেজার আলোর ঝলকানি এসে পড়ে ককপিটে। চোখ ধাঁধিয়ে যায় পাইলটের। যদিও অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন তিনি। নিরাপদে ১৯৯ জন যাত্রী-সহ সকলকে নিয়ে কলকাতা বিমানবন্দরে বিমানটি অবতরণ করান।

এরপরই বিমান কর্তৃপক্ষ এয়ারপোর্ট অথরিটিকে বিষয়টি জানায়। তারাও ঘটনার বিবরণ দিয়ে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ জানিয়েছে। যেহেতু গঙ্গানগরের দিক থেকে লেজার আলো দেখা গিয়েছিল, মধ্যমগ্রাম থানায় বিষয়টি জানানোর ব্যবস্থা করা হয়। এর আগে ১৪ মার্চ নাগাদ একই ঘটনা ঘটেছিল।

Next Article