কলকাতা: পুজোয় কি ফের ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনাভাইরাস (Coronavirus)? রাজ্যে দৈনিক মৃত্যু বাড়তে থাকায় ঘুরেফিরে উঠছে এই প্রশ্নটা। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬০ জন। এ নিয়ে রাজ্য মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৭৬ হাজার ৩৭৭ জন।
সরকারি হিসেব অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর রাজ্যে অ্যাক্টিভ করোনা কেসের সংখ্যা ছিল ৭,৫৯১ জন। সেখানে এদিনের দেওয়া তথ্য বলছে, এখন রাজ্যে অ্যাক্টিভ করোনা কেসের সংখ্যা ৭ হাজার ৬৪৯ জন। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে করোনায় সুস্থতার হার এখন ৯৮.৩২ শতাংশ। আর মৃত্যুহার ১.২০ শতাংশ। ১০ অক্টোবর মোট ৩৫ হাজার ৩৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.১৫ শতাংশ।
দ্বিতীয়া, তৃতীয়া থেকেই শহরের রাস্তায় ভিড় জমাচ্ছেন পুজোপ্রেমীরা। এই ভিড় থেকে করোনা সংক্রমণ যাতে মাথাচাড়া না দেয় সেই বিষয়ে নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে সংক্রমণ ঠেকাতে রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি করছে স্বাস্থ্য দফতর।
এখন দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার -০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: শনিবার-০ রবিবার- ২ জন।
বীরভূম– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১ জন।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। শনিবার-০, রবিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২০ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪২ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২ জন।