Corona Update: এক ধাক্কায় ১০০-র বেশি! কলকাতায় বাড়ছে সংক্রমণ ও সক্রিয় রোগী, বাড়ছে উদ্বেগ

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Oct 20, 2021 | 8:50 PM

Covid update: বুধবার পজিটিভিটি রেট দাঁড়িয়ে আছে ২.৪৩ শতাংশে। অপরদিকে এদিনে মোট করোনা আক্রান্তের ২৪৪ জনই কলকাতার!

Corona Update: এক ধাক্কায় ১০০-র বেশি! কলকাতায় বাড়ছে সংক্রমণ ও সক্রিয় রোগী, বাড়ছে উদ্বেগ
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: নমুনা পরীক্ষা বাড়তেই ফের বাড়ছে পজিটিভিটির হার। কলকাতায় করোনা পজিটিভিটির হার ৩ শতাংশ ছাড়িয়েছিল। এবার রাজ্যে একদিনে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০-র বেশি। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৭২৬ জন। আর বুধবার তা বেড়ে হল ৮৬৭! একদিনে সবচেয়ে করোনা আক্রান্ত কলকাতায়। যা রীতিমতো উদ্বেগের।

রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা কেমন ছিল? ২৪ ঘণ্টা আগে রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭২৬ জন। মৃত্যুও ছিল এদিনের মতোই ৯ জন। আর পজিটিভিটি রেট ছিল ২.১৯ শতাংশ। আর বুধবার পজিটিভিটি রেট দাঁড়িয়ে আছে ২.৪৩ শতাংশে। অপরদিকে এদিনে মোট করোনা আক্রান্তের ২৪৪ জনই কলকাতার!

স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯৫ জন। আর মৃত্যুহার ১.২ শতাংশ। তাছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৬৭৩টি।

এক নজরে দেখে নিন কোন জেলায় কত সংক্রমণ

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ১।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

অলংকরণ: অভীক দেবনাথ

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

মালদহ– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার- ২।

বীরভূম– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ১।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার- ০।

হুগলি– গতকাল আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার- ০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৪ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার- ৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার- ০।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮১ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার- ২।

Next Article