কলকাতা: দুর্গাপুজোর সপ্তমী (Saptami)। কলকাতার সহ জেলায় জেলায় রাস্তায় এখন থিকথিকে ভিড়। রাস্তায় রাস্তায় মানুষের ঢল বাড়ছে। বাড়ছে ভিড়। কোথাও করোনা বিধি ভেঙে কোথাও কোথাও ভিড় বেড়েছে। মুখের মাস্কের বালাই নেই অনেকের। এদিকে থেমে নেই করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।
স্বাস্থ্য দফতরের দেওয়া মঙ্গলবারের কোভিড বুলেটিন জানাচ্ছে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৭ হাজার ৭১১ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন ৭৩৫ জন। বাংলায় এখন করোনায় মৃত্যু হার ১.২০ শতাংশ।
১২ অক্টোবর, সপ্তমীতে কোভিড টেস্টের সংখ্যা কিছুটা কমেছে। রাজ্যে এদিন নমুনা পরীক্ষা হয়েছে মোট ৩০ হাজার ১৮ টি। পজিটিভিটি হার ২.৫৬ শতাংশ।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০। মৃত্যু:মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-২।
বীরভূম– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। সোমবার-০, মঙ্গলবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২২ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-১।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৬ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-২।