West Bengal Legislative Assembly: ভোটের আগে আরও পিছিয়ে গেল বিধানসভার শেষ অধিবেশন, কবে হতে পারে বাজেট পেশ?

Legislative Assembly: এই অধিবেশন পূর্ব সিদ্ধান্ত অনুসারে ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। যা শেষ হবে ৯ ফেব্রুয়ারি, এমনটাই খবর বিধানসভা সূত্রে। তবে কি কারণে এই অধিবেশন পিছল তার কারণ এখনও স্পষ্ট নয়। উঠে আসছে দুটি বিষয়ের কথা। তা নিয়েই চর্চা চলছে পুরোদমে।

West Bengal Legislative Assembly: ভোটের আগে আরও পিছিয়ে গেল বিধানসভার শেষ অধিবেশন, কবে হতে পারে বাজেট পেশ?
পশ্চিমবঙ্গ বিধানসভাImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 26, 2026 | 10:55 PM

কলকাতা: সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আরও পিছল। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে সেই অধিবেশন। একইসঙ্গে কবে রাজ্য বাজেট হবে তা নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে। কারণ, দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এবারের বাজেট আদতে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট। আদতে ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে।

আগে স্থির হয়েছিল ৩১ জানুয়ারি অধিবেশন শুরু হবে। ২ ফেব্রুয়ারি বাজেট হবে। ওই দুই দিন সম্পর্কে স্পষ্ট করেই জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাও পিছল বলে সূত্রের খবর। সেই কারণে বাজেট কবে হবে তা স্পষ্ট নয়। আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হতে পারে বলে প্রশাসনিক মহলে চর্চা চলছে। 

এই অধিবেশন পূর্ব সিদ্ধান্ত অনুসারে ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। যা শেষ হবে ৯ ফেব্রুয়ারি, এমনটাই খবর বিধানসভা সূত্রে। তবে কি কারণে এই অধিবেশন পিছল তার কারণ এখনও স্পষ্ট নয়। উঠে আসছে দুটি বিষয়ের কথা। তা নিয়েই চর্চা চলছে পুরোদমে। এক, জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর মধ্যে তৃণমূলের বড় কর্মসূচি রয়েছে। চর্চার দ্বিতীয় কেন্দ্র ভোট অন অ্যাকাউন্ট। শোনা যাচ্ছে তৃণমূল সরকারের বাজেট তৈরির কাজ এখনও শেষ হয়নি। আদতে এই বাজেট চার মাসের জন্য হবে। তারপরে নতুন সরকার প্রতিষ্ঠার সেই সরকার আবার একটি পূর্ণাঙ্গ বাজেট করবে।

এদিকে রাজ্যে এখন পুরোদমে চলছে এসআইআর প্রক্রিয়া। তবে চূড়ান্ত তালিকা ১৪ ফেব্রুয়ারি বের হওয়ার কথা থাকলেও তা আরও প্রায় ১০ দিন পিছিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে এসআইআর মিটলেই ভোট ঘোষণা কার্যত সমেয়র অপেক্ষা। এই আবহে বিধানসভার শেষ অধিবেশনের দিকে নজর যে থাকছেই তা বলার অপেক্ষা রাখে না। এখন বাজেটে নতুন কিছু সরকার আনে কিনা সেটাই দেখার।