Weather Latest Update: কম্বলের ভিতর থেকে বেরনোর সময় এল, রবিবার থেকে খেলা ঘোরাবে আবহাওয়া

Jan 09, 2025 | 9:08 AM

Weather Latest Update: এ দিকে, কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। ভোর থেকেই রয়েছে উত্তরে হাওয়ার দাপট। সঙ্গে টেক্কা দিয়েছে কুয়াশা। উত্তরে হওয়ার দাপটেই কিছুটা কনকনে শীতের অনুভূতি।

Weather Latest Update: কম্বলের ভিতর থেকে বেরনোর সময় এল, রবিবার থেকে খেলা ঘোরাবে আবহাওয়া
খেলা ঘোরাচ্ছে শীত
Image Credit source: Erdark/E+/Getty Images

Follow Us

কমলেশ চৌধুরী ও সোমা দাসের রিপোর্ট

কলকাতা: একবার শীত পড়ছে। আর একবার বাধা পড়ছে। এইভাবেই ফের আবার তৃতীয় ইনিংস খেলতে শুরু করল শীত। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই বাড়ল ঠান্ডা। ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার তাপমাত্রা। একদিনে প্রায় আড়াই ডিগ্রি পারদপতন। তবে খুশির কিছু নেই। রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। ফলে পারদ পতন যে স্থায়ী হবে না তা আবারও জানাল হাওয়া অফিস।

এ দিকে শুধু কলকাতা নয়, জমিয়ে শীত পড়েছে পশ্চিমাঞ্চলেও। শুক্রবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। পুরুলিয়ার তাপমাত্রা ছুঁয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীতপ্রেমীদের জন্য ফের দুঃখের খবর। সপ্তাহের শেষে আবার কোপের মুখে পড়বে শীত। পৌষ সংক্রান্তির মুখে ফের বাড়তে চলেছে তাপমাত্রা। রবিবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।

এ দিকে, কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। ভোর থেকেই রয়েছে উত্তরে হাওয়ার দাপট। সঙ্গে টেক্কা দিয়েছে কুয়াশা। উত্তরে হওয়ার দাপটেই কিছুটা কনকনে শীতের অনুভূতি। কলকাতার পাশাপাশি কমেছে জেলার তাপমাত্রাও। একটু সকালের দিকে হালকা হয়েছে কুয়াশার চাদোয়া। কয়েকদিন এমনই আবাহওয়া থাকবে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Next Article