Calcutta High Court: অভিষেকের মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Sep 20, 2023 | 11:47 PM

Calcutta High Court: গতকালই লিখিত আকারে বক্তব্য জমা দেওয়ার কথা ছিল অভিষেকের আইনজীবী মনু সিংভির। কিন্তু, গতকাল মনু সিংভি লিখিত বক্তব্য জমা দেননি। তিনি লিখিত বক্তব্য আদালতকে জানানোর জন্য সময় চেয়েছিলেন।

Calcutta High Court: অভিষেকের মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত
হাইকোর্টে অভিষেকের মামলা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি শেষ। বুধবার রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারও এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। গতকালই লিখিত আকারে বক্তব্য জমা দেওয়ার কথা ছিল অভিষেকের আইনজীবী মনু সিংভির। কিন্তু, গতকাল মনু সিংভি লিখিত বক্তব্য জমা দেননি। তিনি লিখিত বক্তব্য আদালতকে জানানোর জন্য তিনদিন সময় চেয়েছিলেন। তবে বিচারপতি একদিনই সময় দিয়েছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকের মধ্যেই লিখিত বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতো আজ অভিষেকের আইনজীবী হাইকোর্টে লিখিত বক্তব্য জমা দেন।

উল্লেখ্য, এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দু’পক্ষকেই অর্থাৎ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়কেই লিখিত বক্তব্য জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ মতো গতকালই ইডি তাদের লিখিত বক্তব্য আদালতে জমা দিয়েছিল। তবে হাইকোর্টে গতকাল অভিষেকের আইনজীবী মনু সিংভি বক্তব্য জমা দেওয়ার জন্য আরও সময় চেয়েছিলেন। আজ অভিষেকের আইনজীবী তাঁর মক্কেলের পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশি অভিযান চলাকালীন ১৬টি ফাইল ডাউনলোড হওয়া নিয়ে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে। আসরে নামতে হয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিকেও। ওই ১৬টি ফাইলের তথ্য আদালতে জমা দিয়েছে সিএফএসএল।

এরই মধ্যে আবার অভিষেককে সমন পাঠিয়ে ন’ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। অভিষেককে সেই সমন নিয়েও আদালতে কথা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, সমন পাঠানো কিংবা তল্লাশি চালানোর অধিকার রয়েছে তদন্তকারী সংস্থার। কিন্তু যেহেতু মামলা বিচারাধীন, তাই কোনও কড়া পদক্ষেপ না করার পরামর্শ দিয়েছিলেন তিনি। আদালতে এই নিয়ে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল ইডিও।

Next Article