Calcutta High Court: কাল ED দফতরে হাজিরা, আজ হাইকোর্টে গিয়েও রক্ষাকবচ পেলেন না আইনজীবী সঞ্জয় বসু

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 14, 2023 | 5:16 PM

ED: কিছুদিন আগেই আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে ও তাঁর অফিসে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আলিপুরের বাড়িতে প্রায় ২৩ ঘণ্টা ধরে চলেছিল ইডির অভিযান।

Calcutta High Court: কাল ED দফতরে হাজিরা, আজ হাইকোর্টে গিয়েও রক্ষাকবচ পেলেন না আইনজীবী সঞ্জয় বসু
কলকাতা হাইকোর্ট

Follow Us

কলকাতা: অন্তর্বতী রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী সঞ্জয় বসু (Lawyer Sanjay Bose)। তবে এখনই কোনও রক্ষাকবচ নয় বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অন্তর্বর্তী রক্ষাকবচের পাশাপাশি একটি মামলা দায়ের করার অনুমতি চেয়েও আবেদন জানানো হয়েছিল আদালতে। হাইকোর্ট সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামিকাল (বুধবার) হাইকোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে। তবে অন্তর্বর্তী রক্ষাকবচের যে আবেদন করা হয়েছিল, সেই রক্ষাকবচ আপাতত দেয়নি কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, কিছুদিন আগেই আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে ও তাঁর অফিসে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আলিপুরের বাড়িতে প্রায় ২৩ ঘণ্টা ধরে চলেছিল ইডির অভিযান।

উল্লেখ্য এই সঞ্জয় বসু একজন রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবী। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ মামলারও আইনজীবী তিনি। ১ মার্চ সঞ্জয় বসুর বাড়িতে অভিযানের পর এবার ওই আইনজীবীতে সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে তলব করা হয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। আগামিকাল অর্থাৎ বুধবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। আর এরই মধ্যে অন্তর্বর্তী রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন সঞ্জয়বাবু। যদিও তাঁকে এখনই কোনও রক্ষাকবচ দিচ্ছে না আদালত।

সঞ্জয় বসুর আইনজীবী এদিন জানান, যেহেতু তিনি এককালে ভুয়ো অর্থলগ্নি সংস্থার হয়ে মামলা লড়েছেন, সেই কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে হয়রানি করার চেষ্টা করছে। সেই কারণ দেখিয়ে সঞ্জয় বসুর আইনজীবী অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন জানান এবং এই সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চান। ডিভিশন বেঞ্চ সেই মামলা করার অনুমতি দিয়েছে এবং আগামিকাল সেই শুনানি রয়েছে। পরবর্তী সময়ে সঞ্জয় বসু অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পাবেন কি না, সেই বিষয়ে আগামিকালের শুনানিতে আদালত কোনও নির্দেশ দেয় কি না, সেই দিকেই নজর আইনজীবী মহলের।

 

Next Article