
প্রদীপ্তকান্তি ঘোষ ও সৌরভ গুহর রিপোর্ট
কলকাতা: আজ বাজেটে কী হয়? বিশেষ করে মুখিয়ে ছিলেন মহিলা ও রাজ্য সরকারি কর্মীরা। ৪ শতাংশ হারে সরকারি কর্মীদের ডিএ বাড়লেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে না। অর্থাৎ বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা পেতেন সেই টাকাই পাবেন। একই থাকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সরকারি কর্মচারিরা ‘সন্তুষ্ট’ হলেও বাংলার ‘লক্ষ্মীরা’ কি সন্তুষ্ট হলেন?
প্রসঙ্গত, ২০২১-এ তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল সরকার। প্রতিশ্রুতি মতো বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এখন প্রায় ২ কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পান। তফশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১২০০ টাকা এবং জেনারেল শ্রেণিভুক্ত মহিলারা পান ১০০০ টাকা করে।
তৃণমূলের ভাল ফলাফলের পিছনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে অন্যতম তা বরাবর বলে থাকে বিরোধীরা। তৃণমূলের জেতার পিছনে মহিলা ভোট যে অন্যতম ফ্যাক্টর তা বলার অপেক্ষা রাখে না। ২০২৬ সালের নির্বাচনের আগে এটি ছিল তৃণমূল সরকারের শেষ বাজেট। ফলত, মহিলাদের নজর ছিল লক্ষ্মীর ভাণ্ডারের দিকে। অনেকেই বলেছিলেন, মূল্যবৃদ্ধির বাজারে ১০০০ বা ১২০০ টাকায় কিছুই তেমন হয় না। তাই এই প্রকল্পে টাকার বরাদ্দ বাড়লে অনেকটা সুরাহা হয়। কিন্তু দেখা গেল এবার অন্তত লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়াতে চাইছে না সরকার।