Leena Gangopadhyay-Mamata Bandhyopadhyay: মন্তব্য সমর্থন করি না, তবে এটাও বলব মানুষটি মেয়েদের জন্য অনেক করেছেন: লীনা গঙ্গোপাধ্যায়
Leena Gangopadhyay-Haskhali Minor Assault: হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনা সম্পর্কে TV9 বাংলাকে আর কী কী বললেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সান ও লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়?
লীনা গঙ্গোপাধ্যায় (রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সান ও লেখিকা)
হাঁসখালির ঘটনা যখন প্রকাশ্যে আসে, সে সময় ভুবনেশ্বরে ছিলাম। সেখান থেকেই গোটা ঘটনার উপর নজর রেখেছি। খোঁজ নিয়েছি পুঙ্খানুপুঙ্খ। আশা করছি, কাল-পরশুর মধ্যেই হাঁসখালি যেতে পারি পরিবারের সঙ্গে দেখা করতে। কিন্তু তার চেয়ে বড় কথা, হাঁসখালির নাবালিকা ধর্ষণ-কাণ্ডের সর্বোচ্চ শাস্তি চাই। এর কোনও রকম বিকল্প চাই না। এমন শাস্তি চাইছি যাতে অন্য কেউ কোনওদিনও এই ধরনের অপরাধ আর না করতে পারে। এমন অপরাধ বা নৃশংস কাজ করার আগে অন্তত যেন সেই অ্যালার্ম কাজ করে তাদের মনে।
হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে সেটা কেবল দুঃখজনকই নয়, খুবই গর্হিত বলেও কম বলা হয়। কিশোরী মেয়েটির বাড়ির কোনও সদস্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। সাধারণত এই ধরনের ঘটনা জানার দিনই আমরা সুয়োমোটো করে দিই। ফলত, এই ধরনের ঘটনা আমাদের নজরে এলে, আমাদের কাছে কেউ না এলেও আমরা ভিজ়িটে যাই। আগামিকাল কিংবা শুক্রবার, মানে পরশু হাঁসখালিতে যাব। আমি টিমের সঙ্গেও কথা বলব। তৎপরতার সঙ্গে বিষয়টা আমরা দেখছি।
তবে শুনেছি সিবিআইকে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। সিবিআই-এর কাছে দায়িত্বভার দেওয়া হলে সেখানে কিছু সীমাবদ্ধতা থাকে। আমাদের যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা যদি তৈরি না হয়, তা হলে আমরা নিশ্চয়ই আজ-কালকের মধ্যে যাব। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে চাই, অন্য কারওর বক্তব্যের দায় আমার সত্যিই নেই। যিনি বলেছেন, তিনি তাঁর কথা বলেছেন। তাঁর মতো করে বলেছেন। মানুষ অনেক সময় অনেকরকম ভাবে কথা বলেন। কিন্তু মানুষটি সমাজের জন্য কী কী কাজ করেন, সেই আলোকেও দেখা উচিত। আমি দেখেছি, মহিলাদের ক্ষেত্রে, কিংবা মেয়েদের ক্ষেত্রে উনি কিন্তু সম্মান দেওয়ার চেষ্টা করেন। মেয়ের ক্ষমতায়নের জন্যও অনেক কাজ করেন। তাঁর মন্তব্যকে প্রতিহত করতে গিয়ে বার বারই এই কথাও আমার মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে আমি ব্যক্তি হিসেবে সমর্থন করছি না। কিন্তু একই সঙ্গে এটাও বলতে চাইছি, মানুষটি মেয়েদের জন্য অনেক কাজ করেছেন। মেয়েরা আজ সাইকেল চালিয়ে স্কুলে পড়তে যাচ্ছে। এটাও কিন্তু আমরা দেখছি। তাঁর কথায় মানুষের নিশ্চয়ই খারাপ লেগেছে। কিন্তু তিনি যে কাজ করছেন মেয়েদের ক্ষমতায়নের জন্য, সেটাও বিচার করে দেখা উচিত বলে মনে করি। সবশেষে বলব, হাঁসখালির লজ্জাজনক নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। এখানে রেয়াদ করার কোনও প্রশ্নই নেই।
আরও পড়ুন: Rituparna Sengupta: এবার প্রিয়জন হারা হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সময়টা সত্যিই ভাল যাচ্ছে না টলি কুইনের