Dengue News: ‘ওরা কোনও কাজই করছে না’, দক্ষিণ দমদম পুরসভার সামনে তুমুল বিক্ষোভ গৌতম-পুত্রের

Dengue: বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বেহাল ডেঙ্গি পরিস্থিতির প্রতিবাদে পথ অবরোধের করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। মশারি নিয়ে এ দিন সন্ধ্যায় দমদম রোড থেকে মিছিল বের করে যশোর রোড ডায়মন্ড প্লাজার সামনে পথ অবরোধ করে বামেদের ছাত্র সংগঠন।

Dengue News: ওরা কোনও কাজই করছে না, দক্ষিণ দমদম পুরসভার সামনে তুমুল বিক্ষোভ গৌতম-পুত্রের
বিক্ষোভে DYFIImage Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 28, 2023 | 10:10 PM

দমদম: ডেঙ্গির চোখ রাঙানিতে কাঁপছে বঙ্গ। হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। সম্প্রতি, সংক্রমণের পরিসংখ্যানের নিরিখে রাজ্যের ১৬টি পুরসভাকে ‘অতি বিপজ্জনক’ হিসাবে চিহ্নিত করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গির র‌্যাডার থেকে বাদ পড়েনি দমদম এলাকাও। ইতিমধ্যে দক্ষিণ দমদমের পৌর এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। মৃত্যু হয়েছে ৬ জনের। দিন কয়েক আগে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় দক্ষিণ দমদমের সপ্তম শ্রেণির এক নাবালিকার।

ডেঙ্গি বাড়বাড়ন্তকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ। কংগ্রেসের মশারি-বিক্ষোভের পর এবার একই পথে প্রতিবাদ বাম যুবদের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বেহাল ডেঙ্গি পরিস্থিতির প্রতিবাদে পথ অবরোধের করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। মশারি নিয়ে এ দিন সন্ধ্যায় দমদম রোড থেকে মিছিল বের করে ডিওয়াইএফআই। যশোর রোড ডায়মন্ড প্লাজার সামনে পথ অবরোধও করে বামেদের ছাত্র সংগঠন। কিন্তু, দিনের ব্যস্ত সময় পথ অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় রাস্তায়। অফিস-ফিরতি সময়ে সমস্যায় পড়ে আম-আদমি।

উল্লেখ্য, সরকারি পরিসংখ্যানই বলছে, দক্ষিণ দমদম পুরসভা এলাকা যেন পরিণত হয়েছে ডেঙ্গির আঁতুরঘরে। ইতিমধ্যে, এলাকায় আক্রান্তের সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের। এ দিকে অসমর্থিত সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্ত প্রায় ৮০০ জনের কাছাকাছি। এমতাবস্থায়, পৌর প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলে পথে বামেদের ছাত্র সংগঠন। এ দিন, বাম ছাত্র যুবনেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব বলেন, ‘সারা পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ দমদমেও অসংখ্য মানুষ ডেঙ্গির জন্য মারা যাচ্ছেন। যারা মারা যাচ্ছেন না, তাঁরাও গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এমতাবস্থায়, দক্ষিণ দমদম পুরসভা একেবারেই নীরব, কোনও কাজই করছে না। তাই ওদের আমরা রাস্তায় মিছিল করে হুঁশিয়ারি দিলাম। এরপরও যদি এই ঘটনা চলতে থাকে এই মিছিল সরাসরি দক্ষিণ দমদম পুরসভায় ঢুকবে।’

প্রসঙ্গত, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে রাজ্যের চিকিৎসক মহলে। বিধাননগর পুরনিগম সূত্রে খবর, এই মরসুমে এখনও অবধি এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১৭০০। এই সঙ্কটজনক পরিস্থিতিতে, শহরের বেশিরভাগ হাসপাতালে শয্যা মিলছে না বলেও উঠেছে অভিযোগ। হাসপাতালে শয্যা সমস্যাকে দূর করতে বুধবার কলকাতা পুর ভবনে জরুরি বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষও। সেই বৈঠকে শহরের দুই হাসপাতাল,  খিদিরপুরের পুর চিকিৎসা কেন্দ্র ও ইসলামিয়া হাসপাতালে যথাক্রমে একশো ও দুশো শয্যার বিশেষ পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি, ডেঙ্গি মোকাবিলায় পুরসভা ও জেলার স্বাস্থ্যকর্মীদের পুজোর ছুটি বাতিল করা হচ্ছে। অর্থাৎ, পুজোর দিনগুলিতেও তাঁদের ডেঙ্গি মোকাবিলায় কাজ করতে হবে।