
কলকাতা: কলকাতা হয়ত পারেনি, কিন্তু হায়দরাবাদ পেরেছে! শনিবার মেসি এসেছিলেন তিলোত্তমায় কিন্তু নাহ তাঁকে দেখতে পেলেন না সাধারণ মানুষ। অথচ এই মেসিই যখন হায়দরাবাদ গেলেন, তখন সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হল। আর সেখান থেকেই ভারতের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। এদিন, হায়দরাবাদে ভক্তদের সামনে দাঁড়িয়ে মেসি বলেন, “আজ এবং সব সময় আমি যে ভালবাসা পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ।”
মেসি জানান, ভারতে আসার আগেই তিনি অসংখ্য মুহূর্ত দেখেছেন—বিশেষ করে শেষ বিশ্বকাপের সময়ে ভারতীয় সমর্থকদের আবেগ ও সমর্থন তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি বলেন, “এখানে আসার আগে থেকেই অনেক কিছু দেখেছি। সত্যি বলতে, এই ভালবাসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।” ভারতে কাটানো সময় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেসি আরও বলেন, “আপনাদের সঙ্গে এই কয়েকটি দিন ভাগ করে নিতে পারা আমাদের জন্য বড় সম্মান। ভারতে এসে আপনাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমরা কৃতজ্ঞ।”
এ দিম, মেসির এই বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে উপস্থিত দর্শকরা। বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকার মুখে এমন আন্তরিক কৃতজ্ঞতার কথা শোনার সুযোগ পেয়ে আবেগে ভাসেন তাঁরা। বস্তুত, গতকালই ভারতে পা রেখেছেন মেসি। দেশের চার বড় শহরে তাঁর অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রথম আসেন কলকাতা। শনিবার যুবভারতীতে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য সব কিছু প্রস্তুত রাখা হয়েছিল। মেসি মাঠে প্রবেশ করেন। মাঠ প্রদক্ষিণ করতে শুরু করেন তিনি। তবে পাশে ছিলেন আরও অনেকে। আর তার জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠেন। বেশির ভাগ মানুষ জানান তাঁরা মেসিকে দেখতে পাননি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা, চলে ভাঙচুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যান। গ্রেফতার হন আয়োজক শতদ্রু দত্ত। এইসবের পর কলকাতা থেকে মেসি সোজা উড়ে যান হায়দরাবাদ। আর সেখান থেকেই ভারতীয় প্রতি গভীর ভালবাসা প্রকাশ করেন তিনি।
Football legend Lionel Messi addressed Indian fans. 🔥
LoP Rahul Gandhi Ji and Telangana CM Revanth Reddy were accompanying him….🔥⚽️ pic.twitter.com/sGTRbgUqYG
— Shantanu (@shaandelhite) December 13, 2025