AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বঙ্গে নমুনা পরীক্ষা কমছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, কমিশনের দফতরেও হানা করোনার

নতুন করে গোটা রাজ্যে ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশন দফতরের এক আধিকারিকও কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন।

বঙ্গে নমুনা পরীক্ষা কমছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, কমিশনের দফতরেও হানা করোনার
ফাইল ছবি
| Updated on: Mar 31, 2021 | 10:20 PM
Share

কলকাতা: নির্বাচনী উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে করোনার (Coronavirus) সংক্রমণও। তবে উদ্বেগ বাড়ছে অন্য একটি কারণে। দৈনিক নমুনা পরীক্ষার পরিমাণ কমলেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য দফতর মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে, নতুন করে গোটা রাজ্যে ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশন দফতরের এক আধিকারিকও কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন।

দিন তিনেক আগে পর্যন্তও রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮০০-র কোঠায়। তিনদিনের ব্যবধানে তা এখন হাজার ছুঁইছুঁই। নতুন করে যে ৯৮২ জন আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৩৮০ জনই কলকাতার। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় দফায় এই প্রথম দুশোর ঘর পেরিয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ২১২। এ ছাড়া দৈনিক আক্রান্তের সংখ্যা হাওড়ায় ৭৭, হুগলিতে ৫৩, পশ্চিম বর্ধমানে ৫১ এবং বীরভূমে ৩০। নদীয়াতেও নতুন করে ২৯ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: অবশেষে দাম কমছে রান্নার গ্যাসের, মিলবে ৫০-১০০ টাকার ক্যাশব্যাকও

বুধবারের বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৩৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দু’জনের। সুস্থতার হার বর্তমানে ৯৭.২৬ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, দোলের প্রভাব বুঝতে আর‌ও ১১ দিন অপেক্ষা করতে হবে। তার আগেই একদিনে ৯৮২ আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে।

আরও পড়ুন: ‘হুমকি’ দিচ্ছেন অনুব্রত, নিরাপত্তা চেয়ে মোদীকে চিঠি বিশ্বভারতীর উপাচার্যর