Weather Update: উত্তরে অনেকটা সরেছে মৌসুমী অক্ষরেখা, অস্বস্তি বাড়িয়ে বৃষ্টি কমবে দক্ষিণে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 29, 2022 | 11:39 PM

Weather Forecast: আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে অনেকটা উত্তরে সরে গিয়েছে এবং বর্তমানে হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে।

Weather Update: উত্তরে অনেকটা সরেছে মৌসুমী অক্ষরেখা, অস্বস্তি বাড়িয়ে বৃষ্টি কমবে দক্ষিণে
ফাইল ছবি

Follow Us

কলকাতা : বিগত কয়েকদিনে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আকাশও আংশিক মেঘলা ছিল। কিন্তু এবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস বলছে, বৃষ্টির পরিমাণ এবার কিছুটা কমবে দক্ষিণের জেলাগুলিতে। আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির অভাবের আভাস পাওয়া গিয়েছে। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামী কয়েকদিনে কিছুটা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে অনেকটা উত্তরে সরে গিয়েছে এবং বর্তমানে হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে।

সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খানিকটা খুশির খবর রয়েছে উত্তরের জেলাগুলির জন্য। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার – পাঁচ দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলা, অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার – এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উল্লেখ্য, বিগত কিছুদিনে নিম্নচাপের জেরে কলকাতা ও উপকূলীয় জেলাগুলিতে ভাল বৃষ্টি হয়েছে। আকাশও মোটের উপর মেঘলা ছিল। প্যাচপ্যাচে গরমের থেকে খানিক রেহাই পেয়েছিল শহরবাসী। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ ছিল না। আকাশ থেকে মেঘ কাটলেই আবারও সেই গরম, রোদ্দুর। তবে মোটের উপর বিগত কিছুদিনে অস্বস্তিকর পরিস্থিতি অনেকটাই কমেছিল শহরবাসীর।  তবে এবার আবহাওয়ার পূর্বাভাস যা বলছে, তাতে আগামী কয়েকদিনে অস্বস্তি আরও কিছুটা বাড়তে চলেছে কলকাতা ও আশপাশের এলাকায়। কারণ, বৃষ্টির পরিমাণ এবার আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেই তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Next Article