Kali Puja Lights: জল দিলেই জ্বলছে, কালীপুজোয় বাজার কাঁপাচ্ছে ‘ম্যাজিক প্রদীপ’

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 08, 2023 | 3:41 PM

Kali Puja Lights: কারও পছন্দ মাটির প্রদীপ, তো আবার কারও পছন্দ হ্যাঙ্গিং চেন, কিন্তু বিক্রেতারা বলছেন এবারে সবথেকে বেশি বিক্রি হচ্ছে ওয়াটার এলইডি। যা আদপে এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি প্রদীপ। যে প্রদীপ জ্বালাতে তেল নয়, লাগবে শুধু জল।

Kali Puja Lights: জল দিলেই জ্বলছে, কালীপুজোয় বাজার কাঁপাচ্ছে ‘ম্যাজিক প্রদীপ’
বাজার কাঁপাচ্ছে ওয়াটার LED
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: এ যেন টেক্কা দেবে দুর্গাপুজোর ভিড়কেও। তিল ধারণের জায়গা নেই কোথাও। বিগত কয়েকদিন ধরেই চিড়েচ্যাপ্টা ভিড় চাঁদনি মার্কেটে। দিনেরবেলাতেও দূর থেকে দেখলে মনে হবে যেন অকাল জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে তিলোত্তমা। রাজপথ যেন আলোয় আলোকিত চন্দননগরের লাইটিংয়ে। তবে কাছে গেলেই ভাঙবে ভুল। চন্দননগর নয়, কালীপুজোর (Kali Puja) মুখে চিনা লাইটেই মন মজেছে কলকাতাবাসীর। তবে এ বার বাজারে গেলে দেখা যাচ্ছে নতুন নতুন সব চমক। শুধু চাঁদনি নয়, শহর থেকে জেলা, সব প্রান্তেই হু হু করে বিকোচ্ছে বাহারি লাইট। হরেক রমকের রঙবাহারি-রকমারি আলোকসম্ভারের পসরা নিয়ে বসেছেন দোকানীরা। বাজারে এসেছে নানা রকমের সব টুনি বাল্ব, মোমবাতি, মাটির প্রদীপ, হ্যাঙ্গিং আলো। কিন্তু, এবার সবথেকে বেশি কোন লাইট বাজার কাঁপাচ্ছে জানেন?   

কারও পছন্দ মাটির প্রদীপ, তো আবার কারও পছন্দ হ্যাঙ্গিং চেন, কিন্তু বিক্রেতারা বলছেন এবারে সবথেকে বেশি বিক্রি হচ্ছে ওয়াটার এলইডি। যা আদপে এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি প্রদীপ। যে প্রদীপ জ্বালাতে তেল নয়, লাগবে শুধু জল। যার সামনে লাগানো হয়েছে ছোট এক ধরনের এলইডি লাইট। কিন্তু, সবথেকে চমকপ্রদ বিষয় হচ্ছে এই প্রদীপে জল দিলেই জ্বলে উঠছে এলইডি। এই অবাককাণ্ড দেখে উৎসাহের অন্ত নেই ক্রেতাদের মধ্যেও। কখনও কখনও দোকানেও শেষ হয়ে যাচ্ছে স্টক। তখন আবার খোঁজ চলছে অনলাইনে। ১২টি প্রদীপের দাম পড়ছে ৩০০ টাকার আশেপাশে। 

প্রসঙ্গত, কালীপুজোয় ইলেকট্রিক প্রদীপের চাহিদা বিগত কয়েক বছর ধরেই আকাশছোঁয়া। কিন্তু, এবার তাতেই লেগেছে অভিনবত্বের ছোঁয়া। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়াটার ফ্লাওয়ার ক্যান্ডেল। জলের পাত্রে এই ফুল রাখলেই মুহূর্তেই তার আলোর ছটায় ভরে যাচ্ছে ঘর। ৬ পিসের এই ক্যান্ডেলের দাম কলকাতার মার্কেটে দাম পড়ছে ১২০ টাকা থেকে ১৩০ টাকার আশেপাশে। 

Next Article