Bangla NewsKolkata LIVE UPDATES: CM Mamata Banerjee meeting with doctors at Dhana Dhanya stadium
LIVE UPDATES: বেতন বাড়ছে জুনিয়র-সিনিয়র সহ সব ডাক্তারদের, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Satyajit Mondal | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী
Feb 24, 2025 | 4:15 PM
Mamata Banerjee-Doctor: মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ কর্তারা। সরকারি হাসপাতালেক চিকিৎসকদের পাশাপাশি থাকবেন বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের চিকিৎসকরাও।
ভূতুড় ভোটার ইস্যুতে মমতা
Image Credit source: TV9 Bangla
Follow Us
গত অগস্ট মাসে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসকরাই যদি নিরাপদ না হন, তাহলে রোগীদের চিকিৎসার কী হবে? উঠেছে প্রশ্ন। সেই ইস্যুতে বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ফের চিকিৎসকদের মুখোমুখি হতে চলেছেন তিনি। আজ, সোমবার ধন ধান্য স্টেডিয়ামে সেই বৈঠকের আয়োজন করা হয়েছে।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
24 Feb 2025 01:10 PM (IST)
বেতন বাড়ল সব ডাক্তারদের, প্রাইভেট প্র্যাকটিসের পরিধিও বাড়িয়ে দেওয়া হল
চিকিৎসকদের জন্য একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার।
সরকারি হাসপাতালের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করা যেত। মমতা সেই পরিধি বাড়িয়ে ৩০ কিলোমিটার করার কথা ঘোষণা করলেন।
স্যালাইন-কাণ্ডে যে সব জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছিল, তাঁদের সাসপেনশন তুলে দেওয়া হল।
সর্বস্তরের সিনিয়র ডাক্তারদের বেতন ১৫,০০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা মমতার।
24 Feb 2025 01:03 PM (IST)
‘আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। আমি কোন হরিদাস যে দাঁড়াতে পারব না’
নিরাপত্তা সংক্রান্ত দাবি নিয়ে মমতা বলেন, “কিছু এক্স সার্ভিসম্যানকে নিয়ে নাও। তাঁদের দিয়ে অনেক জায়গায় কাজ করাতে পারি। পুলিশকে আরও বেশি সতর্ক করতে হবে। দরকার হলে মোবাইল ভ্যান বাড়িয়ে দাও।”
সাইবার ক্রাইম ডেঞ্জারাস। পুলিশকে শুধু ঘুরলে হবে না। বুদ্ধিটা সবসময় কাজে লাগাতে হবে: মমতা।
আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। আমি কোন হরিদাস যে দাঁড়াতে পারব না! ভিআইপি যাবে বলে অন্য গাড়ি বন্ধ করে দেওয়া ঠিক নয়। কোনও ভিআইপি-র জন্য গাড়ি বন্ধ থাকবে না : মমতা।
দুর্ঘটনা বেড়ে গিয়েছে। সঠিক পদক্ষেপ করার প্রয়োজন আছে। গলির কর্নারে ওয়াচ টাওয়ার লাগান। এমপি, এমএলএ-রা দরকার হলে তাদের ল্যাডের টাকা দেবে: মমতা।
24 Feb 2025 12:54 PM (IST)
কেন নিয়োগ বন্ধ, ব্যাখ্যা দিলেন মমতা
কয়েক লক্ষ ছেলেমেয়ের নিয়োগ বন্ধ হয়ে আছে। কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে একটা মামলা করা হয়েছে: মমতা।
কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না। অকাজের কাজ করে। বোধার ক্ষমতা নেই যে কত নিয়োগ আটকে আছে: মমতা।
24 Feb 2025 12:52 PM (IST)
‘হঠাৎ রেফার করবেন না, কলকাতায় সামলানো মুশকিল হয়ে যায়’
জেলা হাসপাতালগুলোকে বলছি, হঠাৎ রেফার করবেন না। কলকাতায় সামলানো মুশকিল হয়ে যায়: মমতা।
আমরা রাজ্যে ৪৩৫৪টি এমবিবিএস সিট বাড়িয়েছি। তবে নিয়োগ হচ্ছে আরও: মমতা।
24 Feb 2025 12:48 PM (IST)
মমতা যেতেই চোখ খুলেছিলেন প্রতুল
মৃত্যুর আগে এসএসকেএম-এ প্রতুল বন্দ্যোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন মমতা। সেদিনের কথা উল্লেখ করে মমতা এদিন বলেন, “আমি গিয়ে ডাকলাম। প্রতুল দা ও প্রতুল দা, আমি মমতা। বিশ্বাস করুন উনি চোখ খুললেন, চোখ দুটো জলে ভরে গেল। হঠাৎ পালস ড্রপ করে গেল ৯৫ থেকে ৯৩-তে। হৃদয়ে ব্যাথা হচ্ছে। চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। দুটো হাত তুলে আশীর্বাদ করলেন কি না জানিনা। ইশারায় বললেন পারবেন না।”
মমতা আরও বলেন, “বই থেকে জেনেছি। আমি রিসার্চ করিনি। আত্মা মারা গেলেও তার মধ্যে একটা বোধ থাকে। তার প্রাণটা কিন্তু থাকে অনেকক্ষণ।”
সোশ্যাল মিডিয়ায় হাজারটা ভাল করলেও বেরবে না। একটা খারাপ কাজ করলে এমন প্রচার হয়, যাতে মনে হয় স্বাস্থ্য ক্ষেত্রে কেউ কোনও কাজ করছেন না: মমতা।
বাম আমলে স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলা করা হয়েছে। একজন রাজ্যমন্ত্রী ওই দফতর দেখতেন। আমি নিজের হাতে দফতরটা রেখেছি, কারণ একজন রাজ্যমন্ত্রীর পক্ষে এটা দেখা সম্ভব নয়: মমতা।
24 Feb 2025 12:33 PM (IST)
তিলোত্তমাকে স্মরণ করে বক্তব্য শুরু মমতার
তিলোত্তমার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা মনে করালেন, তিলোত্তমার শাস্তির দাবিতে তিনি নিজে রাস্তায় হেঁটেছিলেন। এমনকী ‘অপরাজিতা বিল’ও এনেছেন, যা এখনও পড়ে রয়েছে।
24 Feb 2025 12:28 PM (IST)
কোন হাসপাতালের কতজন উপস্থিত থাকছেন
এসএসকেএম-এর ১০০ জন, কলকাতা মেডিক্যাল কলেজের ৭০ জন, নীলরতন সরকার হাসপাতালের ২৫ জন, আরজি কর মেডিক্যাল কলেজের ২৫ জন, সিএনএমসি-র ২৫ জন, সাগর দত্ত মেডিক্যাল কলেজের ৭৫ জন, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ২২০ জন, বর্ধমান মেডিক্যাল কলেজের ১২০ জন, কল্যাণী জেএনএম হাসপাতালের ৩০০ জন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ১৫০ জনকে দেওয়া হয়েছে আমন্ত্রণপত্র।
24 Feb 2025 12:27 PM (IST)
থাকছেন না অনিকেত-দেবাশিসরা
২৬০০ সিনিয়র-জুনিয়র চিকিৎসকের উপস্থিত থাকার সম্ভাবনা এই বৈঠকে। সরকারি ও বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের চিকিৎসকরা উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য ধনধান্য মূল অডিটোরিয়ামের পাশাপাশি আরও দুটি হলে থাকছে বসার ব্যবস্থা। সেখানে হবে লাইভ স্ট্রিমিং। উত্তরবঙ্গ-সহ দূরের জেলা থেকে বাসে করে এসেছেন চিকিৎসক পড়ুয়ারা। সভায় আমন্ত্রণ পত্রের ভিত্তিতে প্রবেশ করতে পারবেন চিকিৎসকরা। তবে আরজি কর কাণ্ডে যে সংগঠনের নেতৃত্বে বৈঠক চলছিল, সেই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম’-এর তরফে কেউ উপস্থিত থাকছেন না।