Durga Puja Carnival: রেড রোডে জমজমা উঠেছে দুর্গা কার্নিভাল, মঞ্চে রুজিরা

Oct 27, 2023 | 8:45 PM

Durga Puja Carnival: দুর্গাপুজোর মেগা কার্নিভালের জন্য সেজে উঠেছে রেড রোড। শহর ও শহরতলির প্রায় একশোটি পুজো কমিটি এবার অংশ নিচ্ছে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে। রেড রোডের দু'ধারে প্রায় ১৮ হাজার দর্শকের বসার বন্দোবস্ত করা হয়েছে।

Durga Puja Carnival: রেড রোডে জমজমা উঠেছে দুর্গা কার্নিভাল, মঞ্চে রুজিরা
কার্নিভ্যালে মমতা

Follow Us

কলকাতা: বিজয়া দশমী হয়ে গেলেও উৎসবের রেশ এখনও কাটেনি। বৃহস্পতিবার জেলায় জেলায় পুজোর কার্নিভাল হয়েছে। আর শুক্রবার কলকাতায় পুজোর কার্নিভাল। দুর্গাপুজোর মেগা কার্নিভালের জন্য সেজে উঠেছে রেড রোড। শহর ও শহরতলির প্রায় একশোটি পুজো কমিটি এবার অংশ নিচ্ছে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে। রেড রোডের দু’ধারে প্রায় ১৮ হাজার দর্শকের বসার বন্দোবস্ত করা হয়েছে। এদিকে শহরে পুজোর এই মেগা কার্নিভালের ঠিক মুখেই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Oct 2023 08:09 PM (IST)

    কার্নিভ্যালে জমজমাট তিলোত্তমা

  • 27 Oct 2023 08:06 PM (IST)

    ICC ODI World Cup 2023: চতুর্থ ধাক্কা প্রোটিয়া শিবিরে

    ফের উইকেটের দেখা পেলেন উসামা। এ বার ফেরালেন ক্লাসেনকে। হাল ধরতে মাঠে নামলেন মার্কব়্যাম।


  • 27 Oct 2023 05:37 PM (IST)

    আসছে একের পর এক পুজোর ট্যাবলো

  • 27 Oct 2023 05:36 PM (IST)

    চলছে উদযাপন

  • 27 Oct 2023 04:32 PM (IST)

    রেড রোডে রুজিরা

    রেড রোডের কার্নিভালে এলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কন্যা আজানিয়া।

  • 27 Oct 2023 03:43 PM (IST)

    রেড রোডের কার্নিভালে মমতা, পায়ে হেঁটেই পৌঁছলেন মঞ্চে

    রেড রোডে পুজোর কার্নিভালে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর সাড়ে তিনটে নাগাদ রেড রোডে পৌঁছান তিনি। রেড রোড ধরে পায়ে হেঁটেই মঞ্চে আসলেন তিনি।

  • 27 Oct 2023 02:37 PM (IST)

    কার্নিভালের দিনেই ঢিল ছোঁড়া দূরত্বে ‘বিষাদ সম্মিলনী’

    রেড রোডে চলছে পুজোর কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর ঢিল ছোঁড়া দূরত্বে চলছে ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিপ্রার্থীদের ‘বিষাদ সম্মিলনী’।

    বিস্তারিত পড়ুন: কার্নিভালের ঢিল ছোঁড়া দূরে বিষাদ সম্মিলনী, রাস্তায় নামল প্রতীকী শবদেহ

  • 27 Oct 2023 01:09 PM (IST)

    দুপুর ২টো থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে রেড রোড

    আপাতত নিয়ন্ত্রিত কিছু যান চলাচল করতে দেওয়া হলেও, দুপুর দু’টো থেকে রেড রোডে দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। প্রতিটি পুজো কমিটি নিজেদের সাজানো ট্যাবলো নিয়ে একে একে যাবে এই রেড রোড দিয়ে। প্রতিটি পুজো কমিটি সর্বোচ্চ তিনটি করে ট্যাবলো নিয়ে আসতে পারে কার্নিভালে। এক একটি শোভাযাত্রায় সর্বোচ্চ ৫০ জন করে থাকতে পারবেন।

  • 27 Oct 2023 01:06 PM (IST)

    অপেক্ষা আর কিছুক্ষণের, তারপরই শুরু দুর্গাপুজোর গ্র্যান্ড কার্নিভাল

    আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই রেড রোডে শুরু হয়ে যাবে দুর্গাপুজোর এই গ্র্যান্ড কার্নিভাল। দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি সারলেও, এবার কার্নিভালে সশরীরে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর জন্য যে মূল মঞ্চটি করা হয়েছে রেড রোডের ধারে, সেটির উচ্চতাও এই বছর কিছুটা কমানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে।